বিএনপির হাল ধরছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: গত রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বাসা ফিরোজায় বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। রাত ৮ টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজায় প্রবেশ করেন। প্রায় ঘণ্টা খানেক তিনি সেখানে অবস্থান করেছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বেগম জিয়ার শারিরীক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেই তিনি ফিরোজায় গিয়েছিলেন। কিন্তু বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে পরামর্শ করার জন্যই ফিরোজায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বের হবার পর এটি মির্জা ফখরুলের বেগম জিয়ার সঙ্গে তৃতীয় দফা সাক্ষাৎ। এখন ঘন ঘন সাক্ষাৎকার করে বেগম জিয়ার কাছ থেকে মির্জা ফখরুল রাজনৈতিক পরামর্শ গ্রহণ করছেন এমন গুঞ্জন বিএনপির মধ্যে রয়েছে।’

বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা স্বীকার করেছেন যে, বেগম খালেদা জিয়া যেহেতু রাজনীতিতে বিচক্ষণ এবং রাজনীতিতে অভিজ্ঞ সেকারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন।

বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেছেন যে, লন্ডনে পলাতক তারেক জিয়াকে সব সময় পাওয়া যায় না। অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বিলম্ব হয়। নানা রকম জটিলতা সৃষ্টি হয়। এবং সবচেয়ে বড় কথা হলো তারেক জিয়া অনেক কথা শুনতেই চান না। সেদিক থেকে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের জন্য অনেক পছন্দের। কারণ বেগম জিয়া সমস্যগুলো শুনেন এবং নেতারা কি ধরনের সমাধান করতে চান সেই ব্যাপারে তাদের মতামত শুনেন, তারপর তিনি সিদ্ধান্ত দেন। যেকারণে এখন বিএনপির নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে একধরনের যোগাযোগ করেছেন এবং সেখানে বিএনপি মহাসচিব বেগম জিয়ার কাছ থেকে কিছু বিষয় পরামর্শ গ্রহন করছেন এবং এ পরামর্শের ভিত্তিতে দল পরিচালিত হচ্চে।

বেগম খালেদা জিয়া ২০২০ সালের মার্চ থেকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আওতায় সরকারের অনুকম্পায় জামিনে রয়েছেন। দুই শর্তে তাকে জামিন দেয়া হয়েছে। শর্তগুলো হলো, তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করবেন। কোন রাজনৈতিক কর্মকান্ডে তার জাড়িত থাকার কথা না। আর এ কারণেই বেগম জিয়া নিজেকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে।

তবে, সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়াকে আগের চেয়ে তৎপর দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপির নেতারা এখন ঘন ঘন ফিরোজায় যাচ্ছেন। ফিরোজায় যাওয়ার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ থাকলেও যখন গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তখন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে’।

একটি সূত্র বলছে, এভারকেয়ারে বিএনপির অনেক নেতারা পূর্বে থেকেই অবস্থান করছেন, অনেকেই তাকে দেখতে যাচ্ছেন। ফলে সেখানে তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের একাধিক নেতা বলছেন, আন্দোলনের গতি প্রকৃতি, জামায়াতের সঙ্গে কি হবে, জোটগতভাবে বিএনপি আন্দোলন করবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে বেগম জিয়ার সাথে ঘন ঘন দেখা করছেন দলটির মহাসচিব।

গত কালের বৈঠকেও দলের সম্ভাব্য কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছিলো বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত দুইজন নেতাকে ডিসেম্বরে কাউন্সিলের কথা বলেছেন। এছাড়াও জোটগত ভাবে আন্দোলনের ব্যাপারেও বেগম জিয়া সবুজ সংকেত দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আবার একজন বিএনপি নেতা দাবি করেছেন যে, আপাতত বড় ধরনের আন্দোলন গোছানোর জন্য পরামর্শ দিয়েছেন বেগম জিয়া। তবে, বেগম জিয়া যে এখন তারেক জিয়ার সঙ্গে নেতৃত্বের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেছেন তা মির্জা ফরুল ইসলাম আলমগীরের ঘন ঘন ফিরোজায় যাত্রার মধ্য দিয়েই প্রমাণিত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম প্রয়াণ দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মহা প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির স্মৃতি চারণমূলক স্মরণ সভা ও নজরুল সঙ্গীত পরিবেশনের

তারেক রহমানের ভার্চুয়াল মিটিং ও স্বরণ সভাকে সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতার মাঠ পরিদর্শন 

মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রূহের মাগবেরাত কামনায় দোয়া ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা উপলক্ষে স্বরণ সভার সময়

তানজিন তিশার জন্মদিনের ছবিতেও নানা আপত্তিকর মন্তব্য

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি একটি ভিডিও কাণ্ডের ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকেই এই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয় ভক্তদের

বিএমএসএফ’র নাম লোগো ব্যবহারে ৭জনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের নাম,পদবী, ঠিকানা ও লোগো ব্যবহারে ৭জনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এরা হলেন সংগঠনের

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠান স্মিথ কো জেনারেশনের ৩১ দশমিক ৯ মিলিয়ন ডলারের একটি সালিশি মামলায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান

আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা, টাকায় আপস করলেন বিএনপি নেত্রী

নিজস্ব প্রতিবেদক: ৮ বছর আগের একটি ঘটনায় মামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। তবে টাকার মাধ্যমে আপস করেছেন বিএপি নেত্রী। এমন ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।