‘বিএনপির স্থায়ী কমিটির পদ কি নিলামে উঠছে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির পাঁচটি পদ শূন্য রয়েছে। স্থায়ী কমিটির এই পদগুলো পূরণের জন্য বিভিন্ন মহল থেকে দেনদরবার হচ্ছে। বিএনপি নেতারা মনে করেন আন্দোলনের গতি বাড়াতে হলে সংগঠন গোছাতে হবে। আর সংগঠন গোছানোর জন্য প্রথম প্রয়োজন স্থায়ী কমিটি পুনর্গঠন।

বিএনপির স্থায়ী কমিটির কোন কোন সদস্যের মৃত্যুর কারণে যে পদগুলো শূন্য হয়েছে তার মধ্যে অনেকগুলো পদই পূরণ করা হয়নি। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বছর দুয়েক আগে স্থায়ী কমিটির কয়েকটি পদ পূরণ করেছিলেন। সেখানে ইকবাল মাহমুদ টুকু, সেলিমা ইসলাম সহ কয়েকজনকে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু এরপরও স্থায়ী কমিটির পাঁচটি পদ শূন্য রয়েছে। এই পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন এমন কথা বলা হচ্ছে বিএনপির নীতিনির্ধারকদের পক্ষ থেকে।’

বিভিন্ন সূত্রগুলো বলছে, কাউন্সিলের আগেই স্থায়ী কমিটির সদস্য পদ পূরণের একটি উদ্যোগ নেওয়া হতে পারে। এ নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলছেন। তারেক জিয়া যে কোন কমিটি গঠন করার ক্ষেত্রে অর্থ নেন, যেখানে তার টাকাপয়সা ঠিকমতো মেলে সেখানে কমিটি দ্রুততার সাথে হয়।

সাম্প্রতিক সময়ে ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রেও আর্থিক লেনদেনের বড় ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। যারা কমিটিতে জায়গা পাননি, তারা প্রকাশ্যে বলছেন যে, কে কত টাকা দিয়ে ছাত্র দলের নেতৃত্ব পেয়েছেন। অন্যান্য কমিটির ক্ষেত্রেও টাকা লেনদেনের কথা বিএনপিতে ওপেন সিক্রেট। তারেক জিয়ার কাছে টাকা পৌঁছলে বা তার এজেন্টের হাতে টাকা পৌঁছলে তারপর কমিটির অনুমোদন দেওয়া হয়, তার আগে নয়। এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ লাভের জন্য ইকবাল মাহমুদ টুকু লন্ডনে বিপুল পরিমাণ টাকা দিয়েছেন এমন আলোচনা বিএনপির মধ্যে জোরেশোরেই হয়।

বিএনপির অনেকেই মনে করেন যে, ইকবাল মাহমুদ টুকু এত বড় নেতা নন যে স্থায়ী কমিটিতে জায়গা পেতে হবে। বিশেষ করে আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভীর মত নেতৃত্বদের বাদ দিয়ে টুকুর স্থায়ী কমিটির সদস্য হওয়া ছিল বিস্ময়কর এবং সেই সময় সকলেই জানত যে, টাকার বিনিময়ে টুকু স্থায়ী কমিটির স্থায়ী পদ পেয়েছেন। যদিও স্থায়ী কমিটির সদস্য হওয়ার পর তিনি তেমন কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি বিএনপির জন্য।এবার স্থায়ী কমিটির পাঁচজন সদস্য পদ নিয়োগের ক্ষেত্রে বড় রকমের টাকার লেনদেন হবে বলে বিএনপির মধ্যে জোর আলোচনা হচ্ছে। বিএনপির অনেক নেতাই বলছেন যে, যাদের টাকা আছে, তারা স্থায়ী কমিটিতে সদস্য হতে পারবেন।’

তারেক দুইভাবে টাকা নেন। একটি হল এককালীন টাকা। স্থায়ী কমিটির সদস্য হওয়ার জন্য ৫ কোটি বা ১০ কোটি ধার্য করা হবে এবং সেই টাকা তারেকের হাতে পৌঁছলে তারপর তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাউকে নিয়োগ দেবেন। আরেকটি হল নিয়মিত চুক্তি। যেমন স্থায়ী কমিটির অনেক সদস্যই আছেন, যারা নিয়মিতভাবে তারেক জিয়াকে অর্থ জোগান। যেমন-বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ তিনি তারেক জিয়ার অন্যতম অর্থ যোগানদাতা। তিনি নিজে ব্যবসায়ী হওয়ার কারণে নিয়মিত অর্থ পাঠান। এমনকি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও নিয়মিত তারেককে মাসোহারা দেন বলে বিএনপির মধ্যেই গুঞ্জন রয়েছে।’

যারা তারেককে নিয়মিত মাসোহারা দিতে পারবেন তারাও স্থায়ী কমিটিতে জায়গা পাবেন। আর সে কারণেই বিএনপির মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারাই স্থায়ী কমিটিতে আসবেন যদি শেষ পর্যন্ত স্থায়ী কমিটি পূরণ করা হয়। যদিও বিএনপির কিছু কিছু নেতা বলছেন, স্থায়ী কমিটি যেহেতু একটি স্পর্শকাতর জায়গায় সেজন্য শুধুমাত্র যে টাকা দিয়ে স্থায়ী কমিটির সদস্য হওয়া যাবে এমন নয়। হয়তো পাঁচজন সদস্যের মধ্যে তিনজন হবেন টাকা দিয়ে আর বাকি দুইজন হবেন রাজনৈতিক যোগ্যতার বিবেচনায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংবিধান সংশোধনসহ প্রধান উপদেষ্টার কাছে ৫ দফা দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংশোধনসহ অন্তর্বর্তী সরকারের কাছে ৫ দফা দাবি উপস্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার (৩১ আগস্ট’) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

তাড়াশে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে তাড়াশ ফাজিল মাদ্রাসা

হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন। গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকটে বিপাক’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটেছে। হঠাৎ গ্যাস বিপর্যয়ে দুর্ভোগে পড়েন সাধারণ গ্রাহক,

রাজশাহীসহ ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী; মাঘের শীতে বাঘ পালায়’-গ্রাম বাংলার প্রচলিত এমন লোককথা এবার যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা আজ

রায়গঞ্জে দুই ইউনিয়নে প্রশাসকের যোগদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আনুষ্ঠানিক ভাবে সোনাখাড়া ও ঘুড়কা ইউনিয়ন পরিষদে প্রশাসক যোগদান করেছেন। সোনাখাড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী