বিএনপির ব্যানার নিয়ে মানববন্ধনে আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্থানীয় জনগণের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদের পক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবুর রহিম মুরাদ কালকিনি উপজেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তবে এ কমিটি জেলা যুবলীগ থেকে অনুমোদিত নয়। মুরাদ দীর্ঘদিন সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। শেখ হাসিনা সরকারের আমলে ২০২১ সালে নৌকার বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এসব বিষয় নিয়ে সম্প্রতি মুরাদের প্রতিপক্ষের লোকজন ফেসবুকে লেখালেখি করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় জনগণের ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মুরাদের সমর্থকরা।

একাধিক প্রতক্ষ্যদর্শী জানান, মানববন্ধন করেছে বিএনপির ব্যানারে অথচ মানববন্ধনে উপস্থিত ছিলেন সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালাম আকন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আকন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আহসানসহ অনেকেই। এতে ক্ষোভ দেখা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে। আওয়ামী লীগের পদধারী নেতা এবং স্থানীয় কর্মীরা এ মানববন্ধনে অংশ নিলেও বিএনপির ব্যানার ব্যবহার করায় তারা এর প্রতিবাদ জানান।’

কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ বলেন, আমার বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। তাই এ অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে। এখন আর আওয়ামী লীগ দিয়ে মানববন্ধন সম্ভব না, তাই বিএনপির লোকজন দিয়ে মানববন্ধন করা হয়েছে। কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সাহেবরামপুর ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই।

যারা এ মানববন্ধন করেছে তারা ছাত্রদলের নেতাকর্মী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ চেয়ারম্যান। তার পক্ষে বিএনপি বা অঙ্গ সংগঠনের মানববন্ধন করার সুযোগ নেই। বিএনপির নাম ভাঙ্গিয়ে একটি কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ কাজ করেছে। যারা করেছে তারা আওয়ামী লীগের দোসর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাফর ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর ও সিল জালিয়াতিসহ অন্যান্য জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত আসামি জাফর ইকবালকে (৪৬), গ্রেফতার করেছে র‌্যাব। জাফর

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সিএনএনের লাইভ প্রতিবেদনে এমন তথ্য

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. আরকানুল ইসলাম (১৬) নামে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আরো

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে বুধবার (২৭ মার্চ) রাতে ঢাকাগামী একটি মাইক্রেবাসে তল্লাণি চালিয়ে ৯৬৬ বোতল বিক্রি নিষিদ্ধ ফেনসিডিল

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প’

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। শুক্রবার (২২ মার্চ’) সকালে

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত