বিএনপির প্রার্থী বাছাইয়ে শিক্ষাগত যোগ্যতার প্রাধান্য

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত একক প্রার্থী তালিকায় শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দিয়েছে বিএনপি। দলটি ঘোষিত ২৩৭ আসনের মধ্যে ২৩৬ আসনে প্রার্থী নির্ধারণ করেছে। এর মধ্যে ২২৩ জনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য দলীয় সূত্রে নিশ্চিত হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, মোট প্রার্থীর ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত।

প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডিধারী এবং বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করা ব্যক্তি রয়েছেন। বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রায় ১৪ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ থেকে পড়াশোনা করেছেন অন্তত ৪০ শতাংশ প্রার্থী।

স্নাতক ডিগ্রিধারীদের অবস্থা

ঘোষিত ২২৩ জনের মধ্যে স্নাতক ডিগ্রিধারী ৮৭ জন। তাঁদের প্রায় ২০ শতাংশ আইন বিষয়ে, ১৬ শতাংশ বিজ্ঞানে এবং ১৮ শতাংশ ব্যবসায় শিক্ষায় অধ্যয়ন করেছেন। স্নাতক ডিগ্রি সম্পন্ন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় গিয়েছেন অন্তত আটজন।

আইন বিষয়ে বিদেশ থেকে এলএলবি করেছেন ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্নাতক মাহবুব উদ্দিন খোকন, যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের এলএলবি গ্র্যাজুয়েট ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। নাটোর-১ আসনের মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলও পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে।

পিএইচডিধারী, ডাক্তার ও ইঞ্জিনিয়ার

পিএইচডিধারী প্রার্থীদের পাশাপাশি ডাক্তার ও ইঞ্জিনিয়ার মিলিয়ে রয়েছেন অন্তত ২০ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ড. খন্দকার মোশাররফ হোসেন যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ থেকে পিএইচডি সম্পন্ন করেন। কুমিল্লা-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নরসিংদী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিপ্রাপ্ত ড. আব্দুল মঈন খান।

চিকিৎসা পেশার প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউরোলজিস্ট ডা. এজেডএম জাহিদ হোসেন, জনস্বাস্থ্যবিদ ডা. এমএ মুহিতসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। ইঞ্জিনিয়ারদের মধ্যে রয়েছেন অ্যাবের উপদেষ্টা মঞ্জুরুল আহসান মুন্সী, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি খালেদ হোসেন মাহবুব এবং রুয়েটের মেকানিক্যাল বিভাগের স্নাতক আশরাফ উদ্দিন বকুল। বিদেশে প্রকৌশলে ডিগ্রি নিয়েছেন শামা ওবায়েদ, ইশরাক হোসেন, মাইনুল ইসলাম খান ও ফাহিম চৌধুরী।

আইভি লিগ অ্যালামনাই

আইভি লিগভুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুইজন প্রার্থী। কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডিপ্রাপ্ত সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক লড়বেন কিশোরগঞ্জ-৩ থেকে। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, যিনি হাভার্ড ল স্কুল থেকে এলএলএম সম্পন্ন করেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন।

স্নাতকোত্তর ডিগ্রিধারীর সংখ্যা

স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা অন্তত ৯০ জন। যাঁদের মধ্যে প্রায় ৪০ শতাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এ তালিকায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ একাধিক দলীয় নেতৃস্থানীয় ব্যক্তি।

ছাত্রদল থেকে উঠে আসা কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিও প্রার্থী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন আ ন ম এহসানুল হক মিলন, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রাজিব আহসান প্রমুখ।

এছাড়া গুম হওয়া সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীও প্রার্থী তালিকায় আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি,শিক্ষক রায়হান অভিযুক্ত হলেও, নাম নেই অস্ত্র ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও, স্বীকারোক্তিতে নাম আসা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে গণমানুষকে সচেতন করার লক্ষ্যে আজ সকাল ১০

৩৫০০ বছরের পুরোনো শহরের খোঁজ পেরুতে: নতুন ইতিহাসের দুয়ার খুলল ‘পেনিকো’

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে ৩৫০০ বছরের পুরোনো একটি প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। সম্প্রতি আবিষ্কৃত এই শহরটির নাম ‘পেনিকো’, যা

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার ঘটনায় যুবদল নেতা লোকমান গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে

গরুর হাটে পকেটমারিতে ধরা ইউপি সদস্য, জনতার পিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পকেটমারির অভিযোগে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে। জানা গেছে, বুধবার

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল