বিএনপির কমিটি নাটকের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কমিটিগুলো যেন বাংলা ছোট গল্পের মতো ‘শেষ হইয়াও হইল না শেষ’। কমিটিগুলো বিলুপ্তির পর আস্তে আস্তে কমিটিগুলো নবজন্ম লাভ করছে। কিন্তু কোনটাই পূর্ণাঙ্গ নয়। আংশিক কমিটি দেয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, অন্যদিকে বাড়ছে দলের ভিতর হতাশা।’

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামের আংশিক কমিটির পর এবার আংশিক যুবদলের কামিটি গঠন করা হয়েছে। এই যুবদলের নতুন কমিটিতে মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুবদলের সিনিয়র নেতা এবং যারা রাজপথে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদেরকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। যুবদলের আগের সভাপতি সালাহউদ্দিন টুকুসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নতুন কমিটি থেকে বাদ পড়েছেন।

বিএনপিতে কমিটি নিয়ে এখন যেন চলছে মিউজিক্যাল চেয়ার। আর এই মিউজিক্যাল চেয়ার কেন হচ্ছে তা নিয়ে বিএনপির মধ্যে নানা মুখী আলাপ-আলোচনা এবং গুঞ্জন শোনা যাচ্ছে। বিএনপির একাধিক নেতা বলছেন, এই সবকিছুই করা হচ্ছে লন্ডন থেকে এবং এখানে বড় ধরনের কমিটি বাণিজ্য হচ্ছে। মুখে বলা হচ্ছে, ত্যাগী পরীক্ষিতদের মূল্যায়ন করা হচ্ছে, তরুণদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা হলো যারা টাকা দিতে পারছেন তাদেরকে কমিটিতে রাখা হচ্ছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটিতে অন্তর্ভুক্তি ঘটনা এখন বিএনপিতে ওপেন সিক্রেট।

উদাহরণ হিসেবে বিএনপির একজন নেতা বলেছেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতির জন্য তিনজন প্রার্থী ছিলেন এবং তিনজন প্রার্থী টাকার আশ্বাস দিয়েছিলেন। এদের মধ্যে সবচেয়ে বেশি যিনি টাকার আশ্বাস দিয়েছেন তিনি কমিটির জন্য মনোনীত হন। কিন্তু এরপরেও কমিটিতে তার নাম ঘোষণা করা হয়নি। যখন তার টাকা নির্দিষ্ট স্থানে বা গন্তব্যে পৌঁছেছে তখনই কমিটিতে তার নাম দেওয়া হয়েছে। এখন আংশিক কমিটিতে যাদেরকে রাখা হয়েছে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে টাকা সংগ্রহ করে কমিটিতে নাম প্রস্তাব করার জন্য। অর্থাৎ টাকা দিলে কমিটিতে ঢোকা হবে এবং টাকা না দিলে কমিটিতে নেয়া হবে না।

বলা হচ্ছে, এখানে কাজের মূল্যায়ন করা হচ্ছে, ক্লিন ইমেজের অধিকারীদেরকে নেয়া হচ্ছে। কিন্তু যুবদলের নতুন যে কমিটি গঠন করা হয়েছে, তাদের কেউই ক্লিন ইমেজের নন বলে জানা গেছে। এরা অর্থনৈতিকভাবে সম্পদশালী এবং ক্ষমতাসীন সরকারের সাথে বিভিন্নভাবে সম্পর্কিত৷

যুব দলের নতুন সভাপতি মোনায়েম মুন্না সরকারের একজন প্রভাবশালী নেতার সঙ্গে ব্যবসায়িক অংশীদার এবং তিনি এই বর্তমান সরকারের আমলেও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে প্রচুর ব্যবসা বাণিজ্য করছেন৷ অন্যদিকে নূরুল ইসলাম নয়নকে নিয়ে বিএনপির মধ্যেই বিতর্ক রয়েছে। কিন্তু তাদের মূল যোগ্যতা হলো তারা দু’জনেই টাকা দিতে সক্ষম।

টাকা দিতে পারলেই যে কমিটিতে থাকা যায় তার বড় প্রমাণ হলো সাম্প্রতিক সময়ে যুবদলের কমিটি। আর এর ফলে বিএনপির মধ্যে হতাশা আরও ছড়িয়ে পড়েছে। যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন, যারা সরকারের সঙ্গে দূরত্ব রেখেছেন এবং যারা অভাবে অনটনে আছেন তারা কেউ কমিটিতে জায়গা পাচ্ছে না। বিএনপিতে এখন পর্যন্ত যতগুলো আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে সকলেই আর্থিকভাবে অত্যন্ত সবল। রাজপথের আন্দোলন তারা করুক না করুক তাদের বিত্ত-বৈভবের অভাব নেয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২২ আগস্ট’)

বিএনপির দু’গ্রুপের ব্যাপক সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

ঠিকানা টিভি ডট প্রেস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৫

‘যুক্তরাষ্ট্রে এক গ্যারেজে পাওয়া গেল পারমাণবিক মিসাইল’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক স্থানীয় ব্যক্তির বাড়ির গ্যারেজ থেকে জং ধরা একটি রকেট পাওয়া গিয়েছিল। পরে এটিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছে পুলিশ। এই

পরিবারতন্ত্রের কবলে তৃণমূলের আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের তৃণমূলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জোর প্রচেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় মন্ত্রী এমপিরা তাদের নিকট আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে

বিএনপি নেতা ড. এম.এ মুহিতের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম মুহিতের সকল পদ স্থগিত আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন

তিস্তা প্রকল্পে ভারত-চীনের প্রস্তাব, দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানি বণ্টন নয় মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও আঞ্চলিক অংশীদার ভারত। দেশটি বাংলাদেশের