‘বিএনপিতে শুদ্ধি অভিযান: পালিয়ে থাকা নেতারাও ছাঁটাই হচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার লন্ডন থেকে শুদ্ধি অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। চারটি শ্রেণী বিন্যাসে এই শুদ্ধি অভিযান পরিচালিত হবে বলে বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা নিশ্চিত করেছেন।’

যে চার ধরনের ব্যক্তিরা এবার নেতৃত্ব থেকে ছাঁটাই পড়বেন করবেন, তাদের মধ্যে রয়েছে।

প্রথমত, যারা নিষ্ক্রিয় ছিলেন। বিএনপি যে সমস্ত নেতারা গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে শুদ্ধি অভিযানের আওতায় আনা হবে। বিশেষ করে যারা জেল জুলুমের ভয়ে পালিয়ে ছিলেন, দলের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, কেউ কেউ প্রকাশ্যে বা গোপনে সরকারের সাথে সমঝোতা করেছিলেন তাদেরকে এই শুদ্ধি অভিযানের আওতায় আনা হবে এবং এই সমস্ত নেতারা পদ হারাবেন। ইতোমধ্যে তারেক জিয়ার নিজস্ব পছন্দের কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির কারা কারা ২৮ অক্টোবরের পর থেকেই গ্রেপ্তার হননি বা রাজপথেও আন্দোলন করেননি এ রকম নেতৃবৃন্দের তালিকা তৈরি করছেন এবং সেই তালিকায় যাদের নাম থাকবে, তারা দলের পদ হারাতে পারেন বলে একাধিক বিএনপির সূত্র নিশ্চিত করেছে।

দ্বিতীয়ত, যারা আন্দোলনে ছিলেন কিন্তু সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছেন। বিএনপির যে সমস্ত নেতারা লোক দেখানোর জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিন্তু গোপনে গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সম্পর্কে তথ্যপ্রমাণ পেয়েছে তারেক জিয়ার নিজস্ব ক্যাডাররা। এই প্রেক্ষিতে এদের তালিকা তৈরি করা হচ্ছে’। যারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এবং সরকারকে বিএনপির বিভিন্ন গোপন তথ্য ইত্যাদি দিয়েছেন।

তৃতীয়ত, যে সমস্ত নেতৃবৃন্দ বিএনপির সঙ্গে ছিলেন কিন্তু তারা বিভিন্ন ফোরামে গিয়ে বিএনপির সমালোচনা করেছেন, নেতাকর্মীদেরকে হতাশার বাণী শুনিয়েছেন, নেতৃত্ব সঠিকভাবে কাজ করছে না বলে বক্তব্য রেখেছেন তাদেরকেও দলের পদ ছাড়তে হচ্ছে। তবে বিএনপির সূত্রগুলো বলছে, সবগুলো পদে একসাথে ছাঁটাই হবে না। ছাঁটাই করার প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে এবং প্রথমে একেবারেই যারা নিস্ক্রিয় হয়ে ছিলেন তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং তাদের স্থানে যারা কাজ করছেন আন্দোলন সংগ্রামে, জেল জুলুম নির্যাতন ভোগ করছেন তাদেরকে সামনে আনা হবে।’

চতুর্থত, যারা অসুস্থ এবং রোগশয্যায় পড়ে আছেন কিন্তু অতীতে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে এই মুহুর্তে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে না মানবিক কারণে। তাদেরকে সরিয়ে না দিয়ে বরং যে সমস্ত শূন্য পদগুলো আছে এবং যারা দলের দলের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন, দলের জন্য ঠিকঠাক মতো কাজ করেননি তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনা হবে। আর সবশেষ যারা বিভিন্ন ফোরামে দলের সমালোচনা করেছেন, কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছেন তাদেরকে এই পদগুলো থেকে সরিয়ে দেওয়া হবে। বিভিন্ন স্তরের এক থেকে দেড়শ ব্যক্তি শুদ্ধি অভিযানের আওতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে অন্তত দুই ডজন কেন্দ্রীয় নেতা আছেন বলেও বিএনপির বিভিন্ন সূত্র নিশ্চিত করেছ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে

কলেজের কোটি টাকা সাবেক অধ্যক্ষের পকেটে

ঠিকানা টিভি ডট প্রেস: দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত দুই বছর

৩০ জুলাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের, বি এম এস এফ এর ১ যুগে পদার্পণ উৎসব

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), সারাদেশে পেশাদার সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষা, আন্দোলন ও সফলতার পথ বেয়ে, গত ১৫ জুলাই ১১ বর্ষ পেরিয়ে

স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই: প্রধানমন্ত্রী

ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই ৷ প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে৷ আর তাই

মায়ের সঙ্গে আন্দোলনে ছোট্ট শিশু, পিঠে লেখা-কোটা প্রথা কবে যাবি?

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে সপ্তম দিনের মতো আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি’) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (১১ জুলাই)

পোস্টারে ঘোষণা দিয়ে স্কুলছাত্রীকে অপহরণ,পুলিশ বলছে ‘প্রেম’

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোষণা দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার