‘বিএনপিতে শুদ্ধি অভিযান: পালিয়ে থাকা নেতারাও ছাঁটাই হচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার লন্ডন থেকে শুদ্ধি অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। চারটি শ্রেণী বিন্যাসে এই শুদ্ধি অভিযান পরিচালিত হবে বলে বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা নিশ্চিত করেছেন।’

যে চার ধরনের ব্যক্তিরা এবার নেতৃত্ব থেকে ছাঁটাই পড়বেন করবেন, তাদের মধ্যে রয়েছে।

প্রথমত, যারা নিষ্ক্রিয় ছিলেন। বিএনপি যে সমস্ত নেতারা গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে শুদ্ধি অভিযানের আওতায় আনা হবে। বিশেষ করে যারা জেল জুলুমের ভয়ে পালিয়ে ছিলেন, দলের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, কেউ কেউ প্রকাশ্যে বা গোপনে সরকারের সাথে সমঝোতা করেছিলেন তাদেরকে এই শুদ্ধি অভিযানের আওতায় আনা হবে এবং এই সমস্ত নেতারা পদ হারাবেন। ইতোমধ্যে তারেক জিয়ার নিজস্ব পছন্দের কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির কারা কারা ২৮ অক্টোবরের পর থেকেই গ্রেপ্তার হননি বা রাজপথেও আন্দোলন করেননি এ রকম নেতৃবৃন্দের তালিকা তৈরি করছেন এবং সেই তালিকায় যাদের নাম থাকবে, তারা দলের পদ হারাতে পারেন বলে একাধিক বিএনপির সূত্র নিশ্চিত করেছে।

দ্বিতীয়ত, যারা আন্দোলনে ছিলেন কিন্তু সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছেন। বিএনপির যে সমস্ত নেতারা লোক দেখানোর জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিন্তু গোপনে গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সম্পর্কে তথ্যপ্রমাণ পেয়েছে তারেক জিয়ার নিজস্ব ক্যাডাররা। এই প্রেক্ষিতে এদের তালিকা তৈরি করা হচ্ছে’। যারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এবং সরকারকে বিএনপির বিভিন্ন গোপন তথ্য ইত্যাদি দিয়েছেন।

তৃতীয়ত, যে সমস্ত নেতৃবৃন্দ বিএনপির সঙ্গে ছিলেন কিন্তু তারা বিভিন্ন ফোরামে গিয়ে বিএনপির সমালোচনা করেছেন, নেতাকর্মীদেরকে হতাশার বাণী শুনিয়েছেন, নেতৃত্ব সঠিকভাবে কাজ করছে না বলে বক্তব্য রেখেছেন তাদেরকেও দলের পদ ছাড়তে হচ্ছে। তবে বিএনপির সূত্রগুলো বলছে, সবগুলো পদে একসাথে ছাঁটাই হবে না। ছাঁটাই করার প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে এবং প্রথমে একেবারেই যারা নিস্ক্রিয় হয়ে ছিলেন তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং তাদের স্থানে যারা কাজ করছেন আন্দোলন সংগ্রামে, জেল জুলুম নির্যাতন ভোগ করছেন তাদেরকে সামনে আনা হবে।’

চতুর্থত, যারা অসুস্থ এবং রোগশয্যায় পড়ে আছেন কিন্তু অতীতে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে এই মুহুর্তে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে না মানবিক কারণে। তাদেরকে সরিয়ে না দিয়ে বরং যে সমস্ত শূন্য পদগুলো আছে এবং যারা দলের দলের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন, দলের জন্য ঠিকঠাক মতো কাজ করেননি তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনা হবে। আর সবশেষ যারা বিভিন্ন ফোরামে দলের সমালোচনা করেছেন, কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছেন তাদেরকে এই পদগুলো থেকে সরিয়ে দেওয়া হবে। বিভিন্ন স্তরের এক থেকে দেড়শ ব্যক্তি শুদ্ধি অভিযানের আওতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে অন্তত দুই ডজন কেন্দ্রীয় নেতা আছেন বলেও বিএনপির বিভিন্ন সূত্র নিশ্চিত করেছ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নেপালে

ঠিকানা টিভি ডট প্রেস: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

সার লুট করে নিয়ে গেলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুট করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এ ঘটনায়

কাজিপুরে দূর্গম যমুনার চরে ইডুকেশন গ্রোয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

আবদুল জলিল কাজিপুর (সিরাজগঞ্জ): দুর্গম যমুনার চর এলাকায় দেড় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কারে ভূষিত করেছে অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন ‘ইডুকেশন গ্রোয়ার এসোসিয়েশন’। গতকাল সোমবার সিরাজগঞ্জের

ইন্টারনেটে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ১৪ লাখ হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি ইন্টারনেটে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী এক মহিলার কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে

ঢাকায় যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে

নিজস্ব প্রতিবেদ: রাজধানীতে মাত্রাতিরিক্ত যানজটের কারণে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে জানিয়েছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি)। সংগঠনটি বলছে, অপরিকল্পিত নগর

১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

নিজস্ব প্রতিবেদক: ১৭ বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার বেলা ১১টার পর তিনি জামিনে মুক্তি