‘বিএনপিতে শুদ্ধি অভিযান: পালিয়ে থাকা নেতারাও ছাঁটাই হচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার লন্ডন থেকে শুদ্ধি অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। চারটি শ্রেণী বিন্যাসে এই শুদ্ধি অভিযান পরিচালিত হবে বলে বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা নিশ্চিত করেছেন।’

যে চার ধরনের ব্যক্তিরা এবার নেতৃত্ব থেকে ছাঁটাই পড়বেন করবেন, তাদের মধ্যে রয়েছে।

প্রথমত, যারা নিষ্ক্রিয় ছিলেন। বিএনপি যে সমস্ত নেতারা গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে শুদ্ধি অভিযানের আওতায় আনা হবে। বিশেষ করে যারা জেল জুলুমের ভয়ে পালিয়ে ছিলেন, দলের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, কেউ কেউ প্রকাশ্যে বা গোপনে সরকারের সাথে সমঝোতা করেছিলেন তাদেরকে এই শুদ্ধি অভিযানের আওতায় আনা হবে এবং এই সমস্ত নেতারা পদ হারাবেন। ইতোমধ্যে তারেক জিয়ার নিজস্ব পছন্দের কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির কারা কারা ২৮ অক্টোবরের পর থেকেই গ্রেপ্তার হননি বা রাজপথেও আন্দোলন করেননি এ রকম নেতৃবৃন্দের তালিকা তৈরি করছেন এবং সেই তালিকায় যাদের নাম থাকবে, তারা দলের পদ হারাতে পারেন বলে একাধিক বিএনপির সূত্র নিশ্চিত করেছে।

দ্বিতীয়ত, যারা আন্দোলনে ছিলেন কিন্তু সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছেন। বিএনপির যে সমস্ত নেতারা লোক দেখানোর জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিন্তু গোপনে গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সম্পর্কে তথ্যপ্রমাণ পেয়েছে তারেক জিয়ার নিজস্ব ক্যাডাররা। এই প্রেক্ষিতে এদের তালিকা তৈরি করা হচ্ছে’। যারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এবং সরকারকে বিএনপির বিভিন্ন গোপন তথ্য ইত্যাদি দিয়েছেন।

তৃতীয়ত, যে সমস্ত নেতৃবৃন্দ বিএনপির সঙ্গে ছিলেন কিন্তু তারা বিভিন্ন ফোরামে গিয়ে বিএনপির সমালোচনা করেছেন, নেতাকর্মীদেরকে হতাশার বাণী শুনিয়েছেন, নেতৃত্ব সঠিকভাবে কাজ করছে না বলে বক্তব্য রেখেছেন তাদেরকেও দলের পদ ছাড়তে হচ্ছে। তবে বিএনপির সূত্রগুলো বলছে, সবগুলো পদে একসাথে ছাঁটাই হবে না। ছাঁটাই করার প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে এবং প্রথমে একেবারেই যারা নিস্ক্রিয় হয়ে ছিলেন তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং তাদের স্থানে যারা কাজ করছেন আন্দোলন সংগ্রামে, জেল জুলুম নির্যাতন ভোগ করছেন তাদেরকে সামনে আনা হবে।’

চতুর্থত, যারা অসুস্থ এবং রোগশয্যায় পড়ে আছেন কিন্তু অতীতে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে এই মুহুর্তে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে না মানবিক কারণে। তাদেরকে সরিয়ে না দিয়ে বরং যে সমস্ত শূন্য পদগুলো আছে এবং যারা দলের দলের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন, দলের জন্য ঠিকঠাক মতো কাজ করেননি তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনা হবে। আর সবশেষ যারা বিভিন্ন ফোরামে দলের সমালোচনা করেছেন, কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছেন তাদেরকে এই পদগুলো থেকে সরিয়ে দেওয়া হবে। বিভিন্ন স্তরের এক থেকে দেড়শ ব্যক্তি শুদ্ধি অভিযানের আওতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে অন্তত দুই ডজন কেন্দ্রীয় নেতা আছেন বলেও বিএনপির বিভিন্ন সূত্র নিশ্চিত করেছ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ

রেজাউল করিম,স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁন এর বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের ব্রাপ্তন প্রবাসী মুস্তাফিজুর রহমান খাঁন এর উদ্যোগে তার

নতুন উপাচার্যের ইমামতিতে ঢাবি শিক্ষার্থীদের নামাজ আদায়

  নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের ইমামতিতে নামাজ আদায় করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজে ইমামতি

১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর কারামুক্তি পেয়েছেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ

তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা জামে

বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর মাধ্যমে ৬ বছরের বেশি সময় পর

শপথ পড়তে হাইকোর্টে রিট করলেন ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়তে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট