
বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন বাহারছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সকালে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইউনিয়নস্থ পূর্ব বাহারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চলমান কর্মসূচীর অংশ হিসেবে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হাসান আযাদ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।
ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অথিতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জি. শহীদুল মোস্তাফা, কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান, চট্টগ্রাম শহর বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের আমীর সাদুর রশীদ।
এ সময় ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।