সিরাজগঞ্জ প্রতিনিধি: বাস যাতায়াতকে কেন্দ্র করে বাস চালক রিপনকে ক্ষমতার প্রভাব খাটিতে জোড়পুর্বক বাড়ি থেকে তুলে এনে গণপিটুনী দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদুর ও তার ছেলের বিরুদ্ধে।
চালককে মারপিট করায় শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনায় সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বাস চালক মো. রিপন।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, অভিযোগ দিয়েছে কি না। খোঁজ খরব নিয়ে পরে জানাচ্ছি। এরআগে, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ এম.এ মতিন বাস টার্মিনালের ভিতরে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরে এম.এ মতিন বাস টার্মিনাল থেকে এসআই এন্ট্রার প্রাইজের চালকে মটর শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে নিয়ে বেধরক মারপিট করে। মারপিটের পরে টার্মিনালের সামনে দিয়ে বাস চালক হাসপাতালে যাওয়ার সময় সভাপতি সুলতান তালুকদারের লোকজন আবারো মারপিট করে। চিকিৎসা শেষে ওই বাস চালক বাড়িতে যায়। ওই দিন বিকেল ৪ টার দিকে বাস চালম রিপনের বাড়ি খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি কড়িতলা এলাকার নিজ বাড়ি থেকে জোড়পুর্বক চালককে ডেকে নিয়ে এসে সভাপতি সুলতানের বাড়ির সামনে সুলতানসহ তার ছেলে রাফি ও সাকিলসহ ১০/১২জন হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত অবস্থায় ভেলে রেখে তারা চলে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে শহরের কাজিপুর মোড় এলাকায় একটি হাসপাতালে চিকিৎসা নেয়।
বাস চালক রিপন বলেন, বাসের চেইনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের সভাপতির সাথে আমার কথাকাটাকাটি হয়। তখন আমাকে শ্রমিক ইউনিয়নে নিয়ে মারপিট করে। পরে আমি বাড়িতে যাওয়ার সময় আবারও আমাকে সভাপতি ও তার ছেলে মারপিট করে। আমাকে অন্যায় ভাবে মারপিট করায় আমি এর সুষ্ঠু বিচারের দাবি করছি।
এঘটনায় শ্রমিক ইউনিয়নের ড্রাইভার ও হেলপার নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেশকয়েকজন জানান, টার্মিনাল থেকে বাস যাওয়াকে কেন্দ্র করে একজন চালককে সভাপতি শ্রমিক ইউনিয়নে নিয়ে মারপিট করার পরেও আবারও সেই চালককে বাড়ি থেকে তুলে এনে মারপিট করায় আমরা সভাপতির বিরুদ্ধে গণ স্বাক্ষর দিয়েছি। এই সভাপতি সাধারণ শ্রমিকে অন্যায়ভাবে মারপিট করার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়নের নেতাদের জোড়দাবী জানাচ্ছি।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এস.আই এন্ট্রার প্রাইজের সত্ত্বাধিকারী হাজী আতিকুর রহমান আতিক বলেন, যে বাসের চালককে মারপিট করেছে সেটা আমার ছোট ভাইয়ের গাড়ি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.