
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেন হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। সামনে লাশবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে অপেক্ষা করছেন এক চালক। নাম রাজু। তিনি জানান লাশেন অপেক্ষায় আছেন।,
এভাবে হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থানরত আরও কয়েকটি গাড়ীর দেখা মিলল। সব গাড়ীর চালকই বেশি ভাড়ার অপেক্ষায় রয়েছেন।
তারা নিহতদের স্বজনদের সঙ্গে দর কষাকষি করছেন লাশ বহনের ভাড়া নিয়ে। এই দৃশ্য দেশে এক মহিলা কান্নায় ভেঙ্গে পড়েন। আর বলতে থাকেন হায়রে মানুষ।
কারো স্বজন মারা গেছে আর কেউ অপেক্ষায় আছে ব্যবসার জন্য।
চালক রাজু বলেন, মৃতদেহ বহনের জন্য অপেক্ষা করছি।, ইতোমধ্যে কয়েকজন কথা বলে গেছেন। কিন্তু বেশি ভাড়ার অপেক্ষায় আছেন তিনি।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী ও শিক্ষককে আনা হয়েছে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ইতোমধ্যে অনেকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সরেজমিনে মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, মূল ফটকের সামনে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।,