
ঠিকানা টিভি ডট প্রেস: বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স। জাতীয় পরিচয়পত্রে বয়সের ভুলের কারণে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। বয়সের এমন পার্থক্য দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে। ওই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জালাল মিয়া ও তাঁর ছেলে মো. এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে এমন ভুল পাওয়া গেছে।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বাবা মো. জালাল মিয়ার জন্ম তারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। আর ছেলে মো. এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস ২৯ দিন, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স।
এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের বাবা ও মায়ের নামও ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে বাবার নাম মো. জালাল মিয়া এবং মায়ের নাম মোছা. রাজিয়া বেগম হওয়ার কথা সেখানে দেওয়া হয়েছে মো. জালাল উদ্দীন ও মোছা. রাজিয়া।
ছেলে এনামুল হক জানান, তিনি লেখাপড়া জানেন না। তাঁর বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে কোথাও কোনো কাজ করতে পারেন না। জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে তাঁর বয়স বেশি থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। পারিবারিক ও নিজের প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না তিনি।
বাবা জালাল মিয়া জানান, তাঁর ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারছেন না। এটা ঠিক হওয়া খুবই দরকার।’
এ ব্যাপারে জানতে চাইলো রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মো. আজহারুল ইসলাম বলেন, ‘বাবার চেয়ে ছেলের বয়স বেশি হতে পারে না, এরকম হলে ছেলেটি নানা বিড়ম্বনায় পড়বে সেটাই স্বাভাবিক। এই ভুলটি হয়তোবা অজ্ঞাতবসত হয়েছে। বয়স সংশোধন ‘গ’ ক্যাটাগরির আবেদন ঢাকা বিভাগীয় অফিস দেখে। তবে তদন্ত আমাদের কাছে আসবে, ছেলেটির বয়স সংশোধনে আমরা পূর্ণ সহযোগিতা করব।’