প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২০, ৫:২৬ পূর্বাহ্ণ
বাবরি মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ।
![]()
মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছিল। ২৮ বছর পর সেই মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ।
মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা করতে চলেছেন লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। বিশেষ সিবিআই বিচারক এসকে ইয়াদব রায় ঘোষণা করবেন। বিজেপির জ্যেষ্ঠ নেতা এলকে আদভানি, মুরলি মনোহর জোশি এবং উমা ভারতীকে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। এই ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ায় অভিযুক্ত বিজেপির শীর্ষ এ তিন নেতা। ওই মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে ১৭ জন মারা গিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিঙ্ঘল, গিরিরাজ কিশোর, বিষ্ণুহরি ডালমিয়া।
জীবিত আছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতীরা। ৮৯৪ জন সাক্ষীর মধ্যে ১৩৪ জন মৃত। অনেকে নিখোঁজ।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.