
এস এম আকাশ: বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ৭নং ফাইতং ইউনিয়নে ১১টি ইটভাটায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান ও লামা বন বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে ৬ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করে।
আজ ১৬ জানুয়ারি ২০২৪ দুপুরের দিকে বান্দরবান জেলা প্রশাসন ডেপুটি কালেক্টর শেখ আব্দুলা আল মামুন, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক ফখরু উদ্দিন ও লামা বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে ২লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে পৃথক অভিযান চালায় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ তিনি ৪ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এই অভিযানে ১১টি ইটভাটায় সর্বমোট ৬ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা।