
নিজস্ব প্রতিবেদক: বাতিল করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা, ২০২৪’।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত বছরের ২০ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকার। অনুমোদনের ১০ মাসের মাথায় অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করল।
নীতিমালা অনুযায়ী, দুই বছর পর পর একজনকে এ পদক দেয়ার কথা ছিল। পদকের জন্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ডলার, ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণপদক ও সনদ।’