আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বাগদায় বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে বন্ধুকে খুন করার ঘটনা ঘটেছে। নিহতের নাম পীযূষ হালদার (৩৩) হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার বন্ধু সঞ্জীব ঘটককে।
পীযূষের পরিবার বলছে, সঞ্জীব জাল ভোটার কার্ড, আধার কার্ড ও পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত। সে পীযূষের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আর ফেরত না দেওয়ায় আপত্তি জানাচ্ছিলেন পীযূষ। এর জেরেই তাকে খুন করা হয়েছে'।
পীযূষের মা সরলা হালদার বলেন, বৃহস্পতিবারই জন্মবার ছিল ছেলেটার। ওই দিনই মেরে ফেলল ওকে! আমাদের সংসারে ও একাই রোজগার করত। সঞ্জীব আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছিল না। এটা নিয়ে অশান্তি চলছিল।
হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কি খতিয়ে দেখছে পুলিশ।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ও নিহত যুবকের মধ্যে ব্যক্তিগত শক্রতা ছিল। তদন্তে টাকার বিষয়টিসহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.