নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর।
তিনি বলেন, “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি রাষ্ট্র রক্ষার অন্যতম প্রধান শক্তি। অথচ বাজেটে সাংবাদিকদের জন্য দৃশ্যমান কোনো বরাদ্দ রাখা হয় না-এটি দুঃখজনক ও হতাশাজনক।”
তিনটি খাতে বরাদ্দের প্রস্তাব:
আহমেদ আবু জাফর বাজেটে সাংবাদিকদের জন্য নিম্নলিখিত তিনটি খাতে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন
🔸 প্রশিক্ষণ: জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নিয়মিত ওয়ার্কশপ আয়োজন।
🔸 সুরক্ষা: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দ্রুত বিচার সেল গঠন এবং একটি স্থায়ী সাংবাদিক সুরক্ষা তহবিল চালু।
🔸 চিকিৎসা: সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু এবং সরকারি হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণ।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি ও হয়রানির শিকার হন। অথচ তাদের নিরাপত্তা ও চিকিৎসার জন্য রাষ্ট্রীয় কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই।”
ইতিহাসে সাংবাদিকদের অবদান স্মরণযোগ্য
৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১’র মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি জাতীয় সংকটে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “এই অবদান ইতিহাসের অংশ। বাজেটে এর যথার্থ প্রতিফলন থাকা উচিত।”
বিএমএসএফ চেয়ারম্যান আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার প্রথম পদক্ষেপ হলো সাংবাদিকবান্ধব বাজেট নিশ্চিত করা।”
২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.