
মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় বাজি ধরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মো.সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে পরে পাংশা উপজেলা চত্ত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। নিখোঁজের ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যান চালক মো. আবজাল শেখের ছেলে। সে পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
সৌরভের সহপাঠী মো.আসিফ বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুরের পারে আসলে সৌরভ সাঁতার কাটতে চায়। আমরা জানি ও সাঁতার কাটতে পারে না, তাই ওকে বার বার নিষেধ করি।তখন ও নিজে আমাদের সাথে বাজি ধরে।পুকুরের এপার থেকে ওপারে সাঁতার কেটে যেতে পারলে ১ হাজার টাকা দিতে হবে। এই বলেই ও পুকুরে নেমে যায়। পুকুরের অর্ধেকের বেশি গিয়ে ডুবে যায়।তখন আমরা দৌড়ে পুকুরে নামি। আমরা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতার ওর মরদেহ উদ্ধার করা হয়।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো.মুহিদুল ইসলাম বলেন, আমরা দুপুরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলা চত্ত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখ কে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টা পর পুকুর থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, বন্ধুদের সাথে বাজি ধরে এসএসসি পরীক্ষার্থী সৌরভ সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।