
নিজস্ব প্রতিবেদক: বাজারের কোলাহল আর মানুষের ভিড়ের মধ্যেও একটি সাদা বক নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। পাখিটির নিরাপদ আশ্রয় এক দোকানদারের দোকানে। গত চার মাস ধরে মো. হেমায়েত উদ্দিন (৩৮) নামে এক স্টেশনারি ব্যবসায়ীর দোকানেই সেটির বসবাস। পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর বাজারে গেলে এই ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ে। হেমায়েতের যত্ন ও ভালোবাসায় বকটি এখন তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে এক ঝড়ে নুরাইনপুর বাজার সংলগ্ন 'বকের বাড়ি' নামে পরিচিত খানবাড়ির একটি বাসা থেকে বকটির ছানা পড়ে যায়। সেসময় একটি গুইসাপ সেটিকে আক্রমণ করতে উদ্যত হলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন ছানাটিকে উদ্ধার করেন। তিনি পরম যত্নে সেটির পরিচর্যা করে সুস্থ করে তোলেন।
সরেজমিনে দেখা যায়, বকটি বাজারের মানুষের উপস্থিতিতে কোনো প্রকার ভীতি বোধ করে না। এটি কখনো দোকানের সামনে বা ছাউনিতে বসে থাকে, আবার কখনো হেমায়েত উদ্দিনের চেয়ারের হাতলে এসে বসে। দোকানের কোনো জিনিসপত্র নষ্ট করে না এবং নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে।
দোকান মালিক হেমায়েত উদ্দিন জানান, "বকটি পাওয়ার পর থেকে কখনো বেঁধে রাখিনি। সে দোকানের আশপাশেই থাকে, দূরে যায় না।" তিনি আরও বলেন, বকটির ক্ষুধা পেলে সে তার টুপি বা পাঞ্জাবি ধরে খুনসুটি করে। তখন তিনি বাজার থেকে কেনা বা জাল ফেলে ধরে আনা ছোট মাছ খাওয়ান। মাছগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয়।
হেমায়েতের ভাষ্যমতে, "অসুস্থ হলে নাপা ট্যাবলেট খাওয়াই, তাতেই ভালো হয়ে যায়। শিশুর মতো যত্ন নিতে হয় ওর। রাতেও দোকানেই থাকে।"
বাজারের আরেক ব্যবসায়ী মো. খলিল বলেন, "মানুষ ও বকের এমন বন্ধুত্ব আগে কখনো দেখিনি। প্রতিদিন বাজারে এসে বকটিকে হেমায়েতের দোকানেই দেখি। তার এই যত্ন নেওয়ার বিষয়টি সত্যিই অবাক করার মতো।"
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.