বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
ঘোষিত কর্মসূচির কারণে জেলার সদর, মোড়েলগঞ্জ, ফকিরহাট, রামপাল, মোংলা, কচুয়া, চিতলমারী, শরণখোলা ও মোল্লাহাট উপজেলা এবং বাগেরহাট পৌরসভায় সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সকাল আটটায় জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম ও সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয়। এর ফলে শহরের ভেতরে এবং জেলা সদরের সঙ্গে অন্যান্য উপজেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
হরতাল-অবরোধ চলাকালীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও বাজার-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.