বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে হরতালের প্রথম দিন পালিত হচ্ছে।
হরতালের কারণে সকাল থেকেই বাগেরহাট শহর ও উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়া বাগেরহাটের দূরপাল্লার ১৮টি রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ হরতালের প্রভাব ছিল স্পষ্ট। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ দেখা গেছে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্বাচন কমিশনের ঘোষণায় বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসন কমিয়ে ৩টিতে সীমিত করা হয়েছে, যা জেলার মানুষের জন্য বঞ্চনা। তাই তারা চারটি আসন বহালের দাবি জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেছেন। বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় ৪৮ ঘণ্টা হরতাল পালিত হবে এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ও নির্বাচন অফিসে তালা দেওয়া হবে।
হরতালের কারণে অন্য জেলার মানুষের মাঝে ভোগান্তি সৃষ্টি হলেও বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.