বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর দাবির প্রেক্ষিতে এবং কমিউনিটিতে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাংদিয়া স্কুল এন্ড কলেজ ও চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে জেলার অন্যান্য বিদ্যালয়ে আরও ৫ হাজার বৃক্ষ বিতরণ করা হবে।
এর আগে গত ২২ জুন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পরিবেশ সুরক্ষার স্বার্থে মিল কর্তৃপক্ষের কাছে বেশ কিছু দাবি পেশ করা হয়। এর মধ্যে অন্যতম ছিল কমিউনিটিতে ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণের দাবি। তারই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৫ হাজার বৃক্ষ বিতরণ করা হলো।
বৃক্ষ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, কার্যকরী সদস্য মো. আব্দুল গণি, চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু, উপ-ব্যবস্থাপক মো. আজমল হুসাইন, যাত্রাপির ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান খায়রুল আজাদ আরজু, সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষক-কর্মচারীসহ অনেকে।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন বলেন, পরিবেশ রক্ষায় শিল্প প্রতিষ্ঠানগুলোর এমন ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা আশা করি তারা ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাবে।
চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু বলেন, আমরা কমিউনিটির পরিবেশ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই প্রতিশ্রুতিরই অংশ। ভবিষ্যতে আরও জনহিতকর কার্যক্রম চালিয়ে যাবো।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.