
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিজন কৃষকের হাতে ১০ কেজি করে সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সভাপতিত্ব করেন কনকদিয়া ইউনিয়ন জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ফিরোজ শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল করিম। এছাড়া বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শিবির সভাপতি লিমন হোসাইন, জামায়াত নেতা মাওলানা শিবলি, মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।