বাউফলে ছাত্রদলের হামলায় ৩ জমায়াত নেতা আহত

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিরাজুল ইসলাম মিরাজের নেতৃত্বে ছাত্রদলের লোকজন জামায়াত ইসলামীর তিন নেতার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা জামায়াত ইসলামীর সদস্য মাওলানা মো. ওয়াজিবুল্লাহ(৪০), সদস্য মো. নাঈম আবদুল্লাহ ( ৩৫) ও মো. আলামিন (৩০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জামায়াতের দলীয় সূত্র ও আহতরা জানায়, উপজেলা জামায়াত ইসলামীর সদস্য মাওলানা ওয়াজিবুল্লাহ নারায়ান পাশা জামে মসজিদের নিয়মিত ইমাম, গত শুক্রবার জুম্মার নামাজের আলোচনায় “সুন্দর সমাজ গঠনের ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা করেন। তখন মসজিদে উপস্থিত থাকা কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসনের ছেলে ছাত্রদল নেতা রাসেল বলেন, মসজিদে জামায়াত নিয়ে আলোচনা করা যাবেনা, এসময় অন্য মুসুল্লিরা তার কথার প্রতিবাদ করেন। এ নিয়ে মসজিদের ইমামের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ওই ছাত্রদল নেতা।

এ ঘটনার জেরে পরদিন শনিবার বেলা ১১টার দিকে ইমাম ও তার দুই সঙ্গীকে বাজারে দেখতে পেয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ, ছাত্রদল নেতা রাসেলসহ ২৫/৩০জন ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জামায়াত নেতা ওজিবুল্লাহ, নাইম ও আলামিনের ওপর হামলা চালায়। এসময় পিটিয়ে তাদের মাথায় ও পায়ে যখম করা হয় এবং তাদের সাথে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায়। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, এ হামলার প্রতিবাদে বিকেল ৫টার দিকে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াত ইসলামী। উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

তিনি বলেন, মানুষের উপর অত্যাচার চালিয়ে বিগত দিনে কোনো স্বৈরাচার টিকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা ইনশাআল্লাহ, আজ জামায়াতের কর্মীদের উপর যারা হামলা চালিয়েছে, প্রশাসনের নিকট আমরা অতিদ্রুত তাদের বিচার দাবী করছি, পাশাপাশি এমন ন্যাক্কারজনক হামলা যেন ভবিষ্যতে আর না হয় সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মাদ উল্লাহ সহ আরো অনেকে।

হামলার বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি-ধমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সংবাদ

বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরলো ত্রিপুরার হোটেল মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক: ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা।

তাড়াশে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে তাড়াশ ফাজিল মাদ্রাসা

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে আশীষ বিদ্যার্থী

৬০ বছর বয়সে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা।

প্রবাসী আয়ে ভাটা, ৬ দিনেও আসেনি ১ দিনের সমান রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ১৯ থেকে ২৪ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭ কোটি

প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তা মিলে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক: ভুয়া ঋণের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিকসহ