বাউফলে ছাত্রদলের হামলায় ৩ জমায়াত নেতা আহত

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিরাজুল ইসলাম মিরাজের নেতৃত্বে ছাত্রদলের লোকজন জামায়াত ইসলামীর তিন নেতার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা জামায়াত ইসলামীর সদস্য মাওলানা মো. ওয়াজিবুল্লাহ(৪০), সদস্য মো. নাঈম আবদুল্লাহ ( ৩৫) ও মো. আলামিন (৩০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জামায়াতের দলীয় সূত্র ও আহতরা জানায়, উপজেলা জামায়াত ইসলামীর সদস্য মাওলানা ওয়াজিবুল্লাহ নারায়ান পাশা জামে মসজিদের নিয়মিত ইমাম, গত শুক্রবার জুম্মার নামাজের আলোচনায় “সুন্দর সমাজ গঠনের ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা করেন। তখন মসজিদে উপস্থিত থাকা কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসনের ছেলে ছাত্রদল নেতা রাসেল বলেন, মসজিদে জামায়াত নিয়ে আলোচনা করা যাবেনা, এসময় অন্য মুসুল্লিরা তার কথার প্রতিবাদ করেন। এ নিয়ে মসজিদের ইমামের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ওই ছাত্রদল নেতা।

এ ঘটনার জেরে পরদিন শনিবার বেলা ১১টার দিকে ইমাম ও তার দুই সঙ্গীকে বাজারে দেখতে পেয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ, ছাত্রদল নেতা রাসেলসহ ২৫/৩০জন ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জামায়াত নেতা ওজিবুল্লাহ, নাইম ও আলামিনের ওপর হামলা চালায়। এসময় পিটিয়ে তাদের মাথায় ও পায়ে যখম করা হয় এবং তাদের সাথে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায়। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, এ হামলার প্রতিবাদে বিকেল ৫টার দিকে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াত ইসলামী। উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

তিনি বলেন, মানুষের উপর অত্যাচার চালিয়ে বিগত দিনে কোনো স্বৈরাচার টিকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা ইনশাআল্লাহ, আজ জামায়াতের কর্মীদের উপর যারা হামলা চালিয়েছে, প্রশাসনের নিকট আমরা অতিদ্রুত তাদের বিচার দাবী করছি, পাশাপাশি এমন ন্যাক্কারজনক হামলা যেন ভবিষ্যতে আর না হয় সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মাদ উল্লাহ সহ আরো অনেকে।

হামলার বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহানায়ক’ পুরস্কার পেলেন অঙ্কুশ

আজ (২৪ জুলাই) মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। আর এ বিশেষ দিনটিকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন টালিউড তারকাদের সম্মান প্রদানের দিন হিসেবে। চলতি

যে কারণে আওয়ামী লীগকে বেছে নিল যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পর এটা স্পষ্ট হল যে, যুক্তরাষ্ট্র এখন দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এগিয়ে

২৮ বছর পরও জানা গেলো না সেই রহস্য

ঠিকানা টিভি ডট প্রেস: চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ দেশের সিনেমাজগতের সুপারস্টার। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৯ অক্টোবর (মঙ্গলবার)। ২০২৪ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া যোগদান করেছেন। অদ্য মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে প্রফেসর ড.

ভুয়া প্রেগন্যান্সি স্ট্রিপ, খোলা কনডম প্যাকেটের কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাবুবাজার এলাকায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিং কারখানায় যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি’) পুলিশ ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার

বাংলাদেশে হিন্দুদের রক্ষায় ভারতের বিশেষ কমিটি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও ভারতের সংখ্যালঘু মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করেছে সে দেশের সরকার।