ঠিকানা টিভি ডট প্রেস: বাংলার মাটিতে অনিবার্য বিপ্লব হবে ইসলামি বিপ্লব। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি।'
রবিবার (২৪ নভেম্বর) রাতে কুমিল্লা কেন্দ্রীয় ইদগাহ মাঠে জেলা কওমি মাদ্রাসা পরিষদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টে বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলার তৌহিদী জনতা। এই বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। এটাকে আমি এখনই ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব বলতে চাচ্ছি না। তবে অবশ্যই এতটুকু বলবো এই বিপ্লব ইসলামি বিপ্লবের পূর্বাভাস।'
তিনি উল্লেখ করেন, উদয়ের কিছুক্ষণ পূর্বে যেমন সুবহে সাদিকের উদয় ঘটে, সুবহে সাদিকের আলো দিয়ে যেমন বোঝা যায়- সূর্যের উদয় সন্নিকটে, তেমনি ৫ আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেশের মানুষ ইসলামি বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে।
সংবিধান সংস্কারের দাবি জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে, কুরআন-সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.