অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ ও হরতাল-অবরোধের ঝুঁকি রয়েছে। যেকোনো সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। এ কারণে দেশটিতে ভ্রমণের সময় উচ্চমাত্রায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কানাডার নাগরিকদের প্রতি।
এছাড়া বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে কানাডা সরকার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণের ঝুঁকি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘাতের আশঙ্কা রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.