ঢাকা উত্তর প্রতিনিধি: বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত ৫০ বছর ধরে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
সোমবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত ড্যান ফুডস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে।"
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রেখে ড্যান কেক উৎপাদিত হচ্ছে, যা ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে খাদ্য ও ভোক্তা পণ্য খাতে দৃঢ় অংশীদারিত্বের প্রতিফলন। এ অংশীদারিত্ব কেবল অর্থনৈতিক সম্পর্ক নয়, নিরাপদ ও টেকসই উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।”
পরিদর্শনকালে রাষ্ট্রদূত কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় ড্যান ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, চিফ পিপল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার গোলাম হাবিব, হেড অব মার্কেটিং শহীদ বিন সারওয়ার, হেড অব প্ল্যান্ট অপারেশন তৌফিক হাবিব, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোহাম্মদ জোনায়েদ খান চৌধুরী, সিনিয়র ম্যানেজার (এইচআর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) মোহাম্মদ খালেদ হোসেন, ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড চ্যানেল ডেভেলপমেন্ট) আল আসিফ খান, হেড অব প্রোডাকশন নাসির উদ্দিনসহ ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.