অনলাইন ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের কর্নাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ।
সম্প্রতি বাংলাদেশে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যার জেরে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে।
এরই সূত্রে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পাশাপাশি দেশটির জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনাও ঘটছে।
এমন প্রেক্ষাপটে রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী, দলত্যাগী বিজেপি নেতা ঈশ্বরাপ্পা প্রকাশ্যে একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তৃতা করছেন বলে জানিয়েছে পুলিশ।
এরই পরিপ্রেক্ষিতে কর্নাটকের পুলিশ ‘ঘৃণাভাষণের’ অভিযোগে মামলা করেছে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে।: