বাংলাদেশ ইস্যুতে অবস্থান পাল্টাবে ভারত? কোনপথে দ্বিপক্ষীয় সম্পর্ক

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, শরিকদের ওপর ভর করেই টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট। অন্যদিকে, এখনও সরকার গঠনের আশা ছাড়েনি ফিনিক্স পাখির মতো খাঁদের কিনারা থেকে ফিরে আসা ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। সবধরনের বুথফেরত জরিপ ও মোদি ম্যাজিক মিথ্যা প্রমাণ করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩২টি আসন। আর তাই, যেকোন মূল্যে ‘এনডিএ’ জোট শরিকদের মধ্য থেকে কাউকে নিজেদের ডেরায় এনে সরকার গঠনের চেষ্টায় বুঁদ হয়ে আছে তারাও।

তবে, শেষ পর্যন্ত যারাই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে খুব একটা পরিবর্তন আসবে না বলেই মত বিশ্লেষকদের। গত এক দশকে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়েছে হৃদ্যতাপূর্ণভাবেই। তবে, অমীমাংসিত কোনো বিষয় যে নেই এমনটাও নয়। বিশেষ করে গঙ্গা ও তিস্তার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ নিয়ে দুই দেশের সম্পর্কে অনেকদিন ধরেই কিছুটা টানাপোড়েন চলছে। অন্যদিকে, কংগ্রেসের সঙ্গেও আওয়ামী লীগের বেশ ভাল একটা সম্পর্ক রয়েছে’। এক্ষেত্রে তারাও যদি সরকারে আসে, বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান পরিবর্তনের তেমন কোন সুযোগ নেই বলেও মত সংশ্লিষ্টদের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এখন যে পর্যায়ে রয়েছে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আর তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও, বাংলাদেশের জন্য তেমন কোনো সমস্যা হবেনা বলেও মনে করছেন তারা। গেল কয়েক দশকের ইতিহাস বলে, যারাই ক্ষমতায় আসবে তারাই চাইবে দু’দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে।

তবে, এই মুহূর্তে ভারত নিয়ে বাংলাদেশের একটিই চাওয়া, আর তা হলো একটি স্থিতিশীল সরকার। কেননা, দেশটির ইতিহাস ঘাটলে দেখা যায়, অতীতের জোট সরকারগুলোর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিলনা। সেক্ষেত্রে জোটের ওপর ভর করে বিজেপি ক্ষমতায় এলেও, শরিকদের সঙ্গে মানিয়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদি কতদিন তার সরকার টিকিয়ে রাখতে পারবেন সেটিই এখন দেখার বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝুঁকিপূর্ণ হৃদরোগ শনাক্তে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উচ্চ ঝুঁকিপূর্ণ হৃদ্‌রোগী শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করতে পারে। এ বিষয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কাজ চালিয়ে যাচ্ছেন।

বাজেটে আসছে নতুন কর, বাড়ছে মধ্যবিত্তের খরচ

ঠিকানা টিভি ডট প্রেস: দীর্ঘদিন ধরেই আয়-ব্যয়ের বিপুল ঘাটতি রেখেই বাজেট পেশ করে আসছে বাংলাদেশ সরকার। তবুও প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। যার সরাসরি প্রভাব

থানায় পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: ভোলার পূর্ব ইলিশা নৌ-থানায় মো. মোকতার হোসেন নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৩ জুন’) বিকেল পৌনে ৪টার দিকে ডিউটিতে যাওয়ার প্রস্তুতির

সন্দেহ হলে স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যান স্বামী, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এতে ওই কিশোরীর তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে।

বন্ধই থাকছে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সহিংসতার পর পরিস্থিতি ক্রমেই উন্নতি হওয়ার কারণে আজ থেকে সীমিত পরিসরে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন