বাংলাদেশে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে উল্লেখ করে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ।

শুক্রবার (২ আগস্ট) সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইউনিসেফ নিশ্চিত হয়েছে জুলাই মাসের আন্দোলনে সংঘটিত সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত এবং আরও অনেক শিশু আহত ও আটক হয়েছে। সহিংসতার নিন্দা জানিয়ে নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে এবং নিহত শিশুদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ইউনিসেফ বলেছে, ‘শিশুদের সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে। এটি সবার দায়িত্ব।’

সংস্থাটির দক্ষিণ এশিয়ার প্রধান সঞ্জয় উইজেসেক বলেছেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব পরিস্থিতির অবসান করতে হবে। কোনও শিশু যদি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘাতে পড়ে, তবে তা তাদের জন্য অত্যন্ত ভীতিকর হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সরকার, ইউনিসেফের অংশীদার ও সংস্থাগুলো এবং তরুণদের সঙ্গে বৈঠকে আমি জাতিসংঘের শিশুর অধিকার সনদের ওপর গুরুত্বারোপ করেছি। এতে শিশুদের স্বাধীনভাবে সমাবেশ ও শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কথা বলবে, তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার এইচএসসির ছাত্র মাহিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বন্ধুদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে গিয়ে গ্রেফতার হয়েছেন রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আলফি শাহরিয়ার মাহিম

ঢাকা পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবি আদায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা

হৃতিক রণবীরের পথেই হাঁটলেন কার্তিক

হৃতিক রোশনের হাতে প্রেমিকা সাবা আজাদের স্যান্ডেল দেখে বহু মানুষ বহু কথা বলেছিল। পরে একই দৃশ্য দেখা যায় রণবীর কাপুর এবং আলিয়া ভাটেরও। এবার হৃতিক-রণবীরের

এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা’

ঠিকানা টিভি ডট প্রেস: ফুটবল বিশ্বের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর। বিশ্বের সব ফুটবলারেরই এই পুরস্কার পাওয়া স্বপ্ন। এই পুরস্কার রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে ভারত

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বোন রেহানাসহ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। চলে যাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে

মে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে