নিজস্ব প্রতিবেদক: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিলেট সীমান্তে ডাব্বর লাং নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে সিলেট সীমান্তের ১২৭২/৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই যুবক। পরে বিজিবির একটি টহল তাকে আটক করে।
আটক ডাব্বর লাং নামের ওই ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।
বিষয়টি নিয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রবিবার রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক ডাব্বর লাংকে ভারতীয় ২৫ গ্রাম অ্যাডানক মেডিসিনসহ আটক করা হয়। পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.