বাংলাদেশে ‘পাঠান’: প্রথম দিন যেমন গেল

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হলসহ ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। আট বছর পর দেশের প্রেক্ষাগৃহে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল। মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের ভিড় দেখা গেলেও একক হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় শুক্রবার সকাল থেকেই ভিড় করেছেন দর্শকেরা। সিনেপ্লেক্সের মূল ফটকের সামনে দর্শকের দীর্ঘ সারি দেখা গেছে। দর্শকের মধ্যে তরুণদের সংখ্যাই ছিল বেশি, তাঁদের অনেকেই শাহরুখ খানের অনুরাগী। কারও কারও গায়ে শাহরুখ খানের টি-শার্ট দেখা গেছে। শাহরুখ খানের সিনেমা মুক্তিকে ঘিরে বসুন্ধরা সিটি শপিং বাইরে আরেক দল তরুণকে কেক কাটতে দেখা গেছে।
বেলা ১১টা ২০ মিনিটে বসুন্ধরা শাখায় প্রথম শো দেখতে এসেছিলেন শাহরুখ খানের ঢাকাভিত্তিক কয়েকটি ফ্যান ক্লাবের সদস্যরা। হলের ভেতরে ‘ঝুমে জো পাঠান’ গানের তালে নাচতে দেখা গেছে দর্শকদের। বসুন্ধরা শাখা ছাড়াও স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কয়ারসহ সাতটি শাখায় প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
প্রথম দিন ৭টি শাখায় ৩৪টি শো চালিয়েছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ৩৪টি শোর মধ্যে বেশির ভাগ শো হাউসফুল হয়েছে।

মঙ্গলবার থেকে অনলাইনে ‘পাঠান’ সিনেমার টিকিট অগ্রিম বিক্রি শুরু করে স্টার সিনেপ্লেক্স। সিনেমাটি মুক্তির দুই দিন আগেই শুক্র ও শনিবার প্রায় সব শোর টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান মেসবাহ উদ্দিন আহমেদ। তাঁর আশা, সপ্তাহজুড়েই সিনেমাটি দেখতে দর্শকের ঢল থাকবে।
ঢাকার আরেক মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাসেও দর্শকের ভিড় দেখা গেছে। প্রেক্ষাগৃহটির ৩টি হলে ৯টি শো চলেছে। ব্লকবাস্টার সিনেমাসের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মোটামুটি ভালো। এখনো কোনো শো হাউসফুল হয়নি, তবে হাউসফুলের কাছাকাছি।’
ঢাকার বাইরে চট্টগ্রামের সুগন্ধা সিনেপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, প্রেক্ষাগৃহটির এক হলে তিনটি শো চলেছে। প্রতি শোতে ৭০ ভাগের মতো দর্শকের উপস্থিতি ছিলেন। ঢাকার বাইরের সিনেপ্লেক্সগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড (চট্টগ্রাম) ও বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক (রাজশাহী) শাখাতেও দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একক হলে দর্শক সীমিত
ঢাকার সিনেপ্লেক্সগুলোতে দর্শকের ঢল নামলেও, একক সিনেমা হলের চিত্র ছিল ভিন্ন। মধুমিতা হলে পাঁচটি শো চালানো হয়েছে, হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের ভাষ্যে, দর্শকের সংখ্যা প্রত্যাশা চেয়ে কম ছিল। গড়ে ৪০ ভাগ দর্শক সিনেমাটি দেখেছেন। তিনি শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘ছবিটি বেশ পুরোনো হয়ে গেছে, ফলে দর্শক কম এসেছেন। তারপরও আমরা আশাবাদী, শাকিব খান ছাড়া বাকি বাংলা সিনেমার চেয়ে ভালো দর্শকের উপস্থিতি দেখা গেছে।’‘পাঠান’ সিনেমার টিকিটের দাম বাড়িয়েছে মধুমিতা। ৮০ টাকার টিকিট ১০০, ১৫০ টাকার টিকিট ২০০ এবং ২৫০ টাকার টিকিট ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রথম আলোর যশোর অফিস জানায়, সেখানে তেমন সাড়া ফেলতে পারেনি ‘পাঠান’। মণিহার প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে অনেকে ইন্টারনেট থেকে সিনেমাটি দেখে নিয়েছেন। যে কারণে ১ হাজার ৪০০ আসনের বিপরীতে ১০০ থেকে ১৫০ জন দর্শক হয়েছে প্রতি শোতে।’
শুক্রবার মণিহারে দুটি শো চালানো হয়েছে। প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেনের ভাষ্যে, ‘ দর্শকের উপস্থিতি যেমনটা আশা করেছিলাম, তেমনটা হচ্ছে না। বাংলা সিনেমার মতো “পাঠান”-এর দর্শকও গতানুগতিক।’ঢাকার বাইরের চিত্র জানতে চাইলে সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা অনন্য মামুন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মোটামুটি ঠিকঠাক আছে। খুব বেশি ভালো নয়, খুব বেশি খারাপও নয়। তিনি জানান, মাল্টিপ্লেক্সে নিজস্ব সার্ভার থাকায় ‘পাঠান’ প্রদর্শনে আলাদা সার্ভার নিতে হয়নি। তবে একক সিনেমা হলগুলোতে সার্ভার ছাড়া সিনেমাটি প্রদর্শন করা সম্ভব নয়। ফলে তাঁদের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে সার্ভার ভাড়া নিতে হয়েছে। সার্ভার না থাকায় গুটিকয় একক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে।

সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ এপ্রিল সাফটার আওতায় নতুন করে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। ‘পাঠান’-এর বিপরীতে ভারতের রপ্তানি করা হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘পাঙ্কু জামাই’।

২০১৫ সালের ২৩ জানুয়ারি ঢাকার সিনেমা হলে সালমান খানের সিনেমা ‘ওয়ান্টেড’ মুক্তির পর হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলেন শিল্পী ও নির্মাতারা। সেই আন্দোলনের পর দেশের সিনেমা হলে আর কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি।ইতিমধ্যে হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘পাঠান’। আয় করে ১ হাজার ৫০ কোটি রুপি। পরে সিনেমাটি আমাজন প্রাইমেও এসেছে। এতে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক এজেন্ট পাঠান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা-নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরে একের পর এক দুর্ঘটনায় ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে মোহনপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ প্রশাসন,

এনায়েতপুরে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ্ ইউনুস আলী এনায়েতপুরী (র:) দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ব শান্তি মঞ্জিলে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর

সাবেক ডিবিপ্রধান হারুন কি যুক্তরাষ্ট্রে? 

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস পার হলেও এখনো গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুঁড়তে

‘আসিতেছে’ নতুন আওয়ামী লীগ!

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা আছে। তিনি আত্মগোপনে। আইনের দৃষ্টিতে এখন পালাতক। কিন্তু সেই শিরীন শারমিন চেীধুরী

পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের লাঠিপেটা, আটক কয়েকজন

ডেস্ক রিপোর্ট: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের অবস্থানরতদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায়