নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো গুগলের মোবাইল পেমেন্ট ও ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে। প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সেবার পরিসর আরও বাড়বে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গুগল পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড সংযুক্ত করতে পারবেন। এরপর এনএফসি সুবিধাসম্পন্ন দোকানে ‘ট্যাপ অ্যান্ড পে’ পদ্ধতিতে লেনদেন করা যাবে। একই সঙ্গে অনলাইন শপিং, সাবস্ক্রিপশন পেমেন্ট ও ইন-অ্যাপ পারচেজেও ব্যবহার করা যাবে এই সেবা।
গুগল পে কীভাবে কাজ করে
গুগল পে একটি নিরাপদ ও সহজ মোবাইল পেমেন্ট সেবা, যা কার্ডের মূল নম্বর ব্যবহার না করে ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে, ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রক্ষা পায়।
ব্যবহার পদ্ধতি
যেসব সিটি ব্যাংক গ্রাহক গুগল পে ব্যবহার করতে চান, তাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ডাউনলোড করে ‘Add a Card’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে কার্ড সংযুক্ত করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে ফোনটি পেমেন্টের জন্য প্রস্তুত থাকবে।
সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল পে ব্যবহার সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ২৪ ঘণ্টা গ্রাহকসেবা চালু রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.