বাংলাদেশের সব কূটনীতিকদের ফিরিয়ে আনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: হাইকমিশনারসহ সব কূটনীতিকদের ঢাকায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। একই সাথে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়েছে।

সোমবার (২ ডিসেম্বর)। সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগরতলার হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে হামলাকারীরা জাতীয় পতাকা অবমাননা, ফটক ভাঙচুর এবং সহকারী হাইকমিশনের সম্পত্তি নষ্ট করেছে। এ ঘটনা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন এবং কূটনীতিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, বলে উল্লেখ করেন তারা।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২৮ নভেম্বর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা সংকট আরও গভীর হয়েছে।

বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর এসব জঘন্য হামলা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এমন পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র পরিষদ মনে করে, ভারতের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করা। এছাড়া, বাংলাদেশ কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার করারও আহ্বান জানানো হয়েছে।

বিপ্লবী ছাত্র পরিষদ ভারতের ঘটনাগুলোর প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, অবিলম্বে ভারতে অবস্থানরত হাইকমিশনারসহ সব কূটনীতিককে ফিরিয়ে আনা উচিত। তারা আরও বলেন, কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে এসব হামলার পরিপ্রেক্ষিতে ভারতের দায়িত্বহীনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

সংগঠনটি বাংলাদেশের অভ্যন্তরেও ভারতীয় স্বার্থসংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়ে বলেছে, কূটনৈতিক উত্তেজনার ফলে যেন দেশের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আদালতে আত্মসমর্পণ, কারাগারে মেজর হাফিজ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান থানার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার

চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

‘জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক’

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে হঠাৎ বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের। বুধবার

মসজিদ-মন্দির-মাজারে যারা হা’ম’লা চালায় তারা মানবতার শত্রু: ধর্ম উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু।

অন্তর্বর্তী সরকারের ওপর সন্দেহ আসতে শুরু করেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই, সরকার সাফল্য

র‌্যাবের উপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রের অবস্থান কী

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে দুই ধরনের অবস্থানের কথা জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র