নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বন্যা নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘জি-২৪ ঘণ্টা’ কটাক্ষ করে সংবাদ প্রকাশ করার পর ‘জি মিডিয়া’র ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেমএডমিনবিডি। জি-২৪ ঘণ্টা জি মিডিয়ার অধীনস্ত একটি সংবাদমাধ্যম।
বুধবার (২১ আগস্ট') দিবাগত রাত ১২টার পর ওয়েবসাইটটি দখলে নিয়ে বাংলাদেশের বন্যা নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশে প্রতিবাদে সতর্কতামূলক বার্তা জুড়ে দেওয়া হয়।
ওয়েসাইটের ওপরের অংশে ইংরেজি ঘোষণাপত্রে লেখা হয়, ‘হ্যাকড বাই সিস্টেমএডমিনবিডি।’ সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো।
ওয়েবসাইটটিতে জি ২৪ ঘণ্টায় প্রকাশিত ‘ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ…এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে।
এর আগে ‘জি-২৪ ঘণ্টা’-র মতো সংবাদমাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আঁধারে বাঁধ খুলে দিয়েছে। ধারণা করা যাচ্ছে ‘জি- ২৪ ঘণ্টা’-র ওই প্রতিবেদনের জেরে ভারতীয় ওই গণমাধ্যমটি হ্যাক করা হতে পারে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.