স্পোর্টস রিপোর্টার: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের জবাব দিতে পারল না পাকিস্তান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের দাপুটে বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেল সালমান আলী আঘার দল। টি-টোয়েন্টিতে ২৩ বারের দেখায় এই প্রথম পাকিস্তানকে অলআউট করতে পারল বাংলাদেশ।,
পাকিস্তান অল আউট হয়েছে শেষ ওভারের প্রথম তিন বলে তিন উইকেট হারিয়ে। এর আগেও উইকেটের মিছিলে যোগ দেয় তারা। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। আর কেউ ত্রিশ পার হতে পারেননি। আব্বাস আফ্রিদি করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। ম্যান ইন গ্রিনদের সাত ব্যাটার আউট হন সিঙ্গেল ডিজিটে।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে দারুণ বোলিংটা করেছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার আজ মিরপুরে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজেই ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
মোস্তাফিজের সঙ্গে হাত মেলান তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও তানজিম হাসান সাকিব। তাসকিন ৩.৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মাহেদি ও তানজিম সমান ১টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৯.৩ ওভারে ১১০ (ফখর ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমান মির্জা ০, আবরার ০*; মাহেদি ১/৩৭, তাসকিন ৩/২২, তানজিম ১/২০, মোস্তাফিজ ২/৬)
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.