
ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশি ভ্যানচালক আব্দুল সালাম মক্কা ও মদিনায় এসে ওমরাহ পালনসহ ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিলেন। দীর্ঘদিনের ইচ্ছা ছিল মক্কা-মদিনায় যাবেন। ইবাদত করবেন। তবে আর্থিক সামর্থ্য না থাকায়, সেটা সম্ভব হচ্ছিল না। সেই স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
ইচ্ছা পূরণে সৌদি আরবের বাদশাহর কাছে চিঠি লিখেছিলেন তিনি। তার চিঠির জবাবও দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের মাধ্যমে বর্তমানে সৌদিতে আছেন ভ্যানচালক আব্দুল সালাম।’
ঝিনাইদহ জেলায় ভ্যান চালানোর পাশাপাশি স্থানীয় একটি মসজিদে চার বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন তিনি।
আব্দুল সালাম গণমাধ্যমকে বলেন, আমি সৌদি আরবের বাদশাহর কাছে চিঠি লিখেছিলাম মক্কা ও মদিনাসহ পবিত্র স্থানগুলো দেখার জন্য। তারপর ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান আমাকে সৌদি আরব নিয়ে আসার ব্যবস্থা করেন।
স্বপ্ন পূরণ করার জন্য সৌদি বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল সালাম।
আব্দুল সালাম সৌদি আরবে সফররত বাংলাদেশের ৩৪ সদস্যের প্রতিনিধি দলের অন্যতম। প্রতিনিধি দলে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, আইমান সাদিক ও মুনজেরিন শহিদের মতো ইনফ্লুয়েন্সাররা রয়েছেন। আইমান ও মুনজেরিন অনলাইনে ইংরেজি শিক্ষার মাধ্যম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। সৌদি বাদশাহর আমন্ত্রণে প্রতিনিধি দলের সদস্যরা ওমরাহ পালন করবেন।’