‘বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলংকা’

নিজস্ব প্রতিবেদক: শুরুতে শ্রীলঙ্কার তিন উইকেট নিয়ে তাদের চাপে ফেললো বাংলাদেশ। তবে পাথুম নিশাঙ্কা আর চারিথ আসালঙ্কার চতুর্থ উইকেট জুটি বদলে দিল ম্যাচের গতিপথ। এ দুই ব্যাটার সাজঘরে ফিরলেও জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি শ্রীলংকাকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেট হারিয়ে রোমাঞ্চকর এক জয় তুলে নেয় লংকানরা। এ সময় সফরকারীদের হাতে ছিল আরো ১৭ বল।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলংকা। প্রথম বলেই আউট হন আভিষ্কা ফার্নান্দো। মেন্ডিস ১৬ ও সাদিরা সামারাবিক্রমা ১ রানে ফিরলে ৪৩ রানে ৩ উইকেট হারায় লংকানরা। এ অবস্থায় বড় প্রতিরোধ গড়েন পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কা।

চতুর্থ উইকেটে ১৮৫ রানের বিশাল জুটিতে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন নিশাঙ্কা ও আসালঙ্কা। যেখানে দারুণ এক সেঞ্চুরির দেখা পান নিশাঙ্কা। ব্যক্তিগত ১১৪ রানে তিনি ফেরার পর দ্রুত আরো ২ উইকেট হারায় দল। আসালঙ্কা ৯১ ও জানিথ লিয়ানাগে করেন ৯ রান।

সপ্তম উইকেটে ৩৪ রান যোগ করেন হাসারাঙ্গা ও ওয়েল্লালাগে। ২৫ রানের ক্যামিও খেলে হাসারাঙ্গা যখন আউট হন, জয় থেকে ২ রান দূরে লংকানরা। যা সহজেই নেন ওয়েল্লালাগে। বাংলাদেশের হয়ে শরিফুল ও তাসকিন দুটি এবং সাকিব, মিরাজ ও তাইজুল একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। বল হাতে শুরুতেই সাফল্য পায় তার দল। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন লিটন দাস। চলতি সিরিজে দুই ওয়ানডের দুটিতেই ডাক মারার লজ্জা পান তিনি।

দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ৪০ রানে শান্ত আউট হলে ভাঙে দুজনের ৭৫ রানের জুটি। দীর্ঘদিন পর অর্ধশতকের দেখা পাওয়া সৌম্য ৬৮ রানের চোখজুড়ানো ইনিংস খেলেন। তবে রানের খাতা খুলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

চারে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন তাওহীদ হৃদয়। উপহার দিয়েছেন অপরাজিত ৯৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ। বাকীদের মাঝে মুশফিকুর রহিম ২৫ ও তানজিম সাকিব ১৮ রান করেন।

ইনিংসের শেষদিকে ১০ বলে অপরাজিত ১৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তাসকিন। শ্রীলংকার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪টি, দিলশান মাদুশাঙ্কা দুটি ও প্রমোদ মাদুসান একটি করে উইকেট নেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতেই আছেন হাসিনা; ভারতীয় কর্মকর্তা

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেখ হাসিনা ভারত

সিরাজগঞ্জে বন্যায় ৮ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলে বন্যায় প্রায় এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এতে কষ্টে দিন কাটছে লাখো পরিবার। একদিকে বন্যার পানি

‘ফিলিপাইনে স্বর্ণখনিতে ধস: নিহত ৫৪, নিখোঁজ অন্তত’ ৬৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এই ঘটনায় এ পর্যন্ত সেখান থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার

সংস্কারের বছর না যেতেই ছনুয়া-শেখেরখীল ফাঁড়িরমূখ সংযোগ বেইলি সেতু মরণ ফাঁদে

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সংস্কারের বছর না যেতেই বাঁশখালী উপজেলার ইকোনোমিক জোন খ্যাত ছনুয়া-শেখেরখীল ফাঁড়িরমূখ সংযোগ বেইলী সেতুটি আবারো মরণফাঁদে। সেতুটি দক্ষিণ বাঁশখালীর

মানসিক চাপ থেকে যেসব জটিলতা সৃষ্টি হতে পারে।

আলতাফ হোসেন শামীম, চট্টগ্রাম প্রতিনিধি মানুষ বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ভোগেন। আর এই মানসিক সমস্যার কারণে সৃষ্টি হয় নানা রকম শারীরিক জটিলতা। সবার ক্ষেত্রেই যে

মহাশূন্যে এবার উত্তপ্ত সমুদ্রের সন্ধান পাওয়ার দাবি’

আন্তর্জাতিক ডেস্ক: মহাশূন্যে এবার উত্তপ্ত সমুদ্রের গ্রহের (এক্সোপ্লানেট’) সন্ধান পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর নাম টিওআই-২৭০ ডি। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া ছিবি