
আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত সূচনার পর ইংল্যান্ডের বিপক্ষে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। দলীয় ব্যর্থতায় ১৩৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
বাংলাদেশের এমন হারে লাল-সবুজের প্রতিনিধিদের তোপের মুখে ফেলেছে ভারতীয় সংবাদমাধ্যম। রীতিমতো টাইগারদের ধুয়ে নিয়ে সংবাদ প্রচার করছেন তারা। প্রতিটি শিরোনামই তাদের বাংলাদেশকে ব্যঙ্গ করে দেওয়া।
ভারতীয় সংবাদমাধ্যম জি টুয়েন্টি ফোর বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ রিপোর্টের শিরোনামে লিখেছে, ‘ব্রিটিশদের বেদম প্রহারে ‘বাঘ’ হয়ে গেল ভিজে বিড়াল!’
প্রতিবেদনটির এক জায়গায় তারা লিখেছে, ‘ব্রিটিশ ব্যাটারদের তাণ্ডবে শৈলশহর গরম হয়ে গেল। ডেভিড মালান (১০৭ বলে ১৪০, ১৬টি চার ও ৫টি ছয়) তাণ্ডবলীলা চালালেন ব্যাট হাতে। বাংলাদেশের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন।’
এদিকে, কম যায়নি আরেক সংবাদমাধ্যম ‘এই সময়’ও। তাচ্ছিল্যের সব মাত্রা ছাড়িয়ে গেছে তারা। তারা শিরোনাম করেছে, ‘ইংরেজদের চাবুকে মিউমিউ, আজ টাইগারদের ‘মন ভালো নেই’।’
এ ছাড়া তারা তাদের প্রতিবেদনের এক জায়গায় লিখেছে, প্রথম ম্যাচ জিতে খেলতে নেমেছিল বাংলাদেশ, তুলনামূলকভাবে দুর্বল আফগানিস্তানকে পরাস্ত করে মানসিক দিক থেকে চাঙা ছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই ব্যর্থ। ব্যাটিং ও বোলিং দুটোই মুথ থুবড়ে পড়ল। বোলিং শেষের দিকে কিছুটা মান রাখতে পারলেও ব্যাটিংটা পারল না।
তবে শিরোনাম ও প্রতিবেদনের ক্ষেত্রে বেশ সহনশীল অবস্থায় দেখা গেছে আনন্দবাজার পত্রিকাকে। প্রতিবার বাংলাদেশকে নিয়ে তাদের তাচ্ছিল্য বেশি থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ম্যাচ রিপোর্টে তাদের অনলাইন ভার্সনে শিরোনাম করা হয়েছিল, ‘দ্বিতীয় ম্যাচে হার বাংলাদেশের, বিশ্বকাপে প্রথম জয় গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।’