নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের দৃষ্টিহীন মুয়াজ্জিন মো. আব্দুর রহমান মোল্লা। প্রায় ২০ বছর আগে একটি দুর্ঘটনায় দুই চোখ নষ্ট হয়ে যায় তাঁর। দেখার শক্তি না থাকলেও মনের শক্তি ও মনোবলে এখনও পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে গিয়ে আজান ও নামাজ আদায় করেন তিনি। ভাবতে অবাক লাগলেও দৃঢ় মনোবল নিয়ে মহান আল্লাহর বিধান প্রতিপালনে করে যাচ্ছেন শতবর্ষী এই বৃদ্ধ।'
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা বাঁশ ও রশি টেনে নিয়েছেন মসজিদে যাওয়ার জন্য। মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, আব্দুর রহমান বাড়ি থেকে প্রতিদিনের মতো বের হন যোহরের নামাজের আজান ও নামাজ আদায়ের জন্য। লাঠির সাহায্যে বাড়ি থেকে বের হয়েই রশি ধরে-ধরে মূল সড়ক পার হয়ে বাঁশ ধরে-ধরে পৌঁছে যান মসজিদে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.