বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে পূর্ব সরল এলাকার মাওলানা হামিদুল হক বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মুহিত সৌদি আরব প্রবাসী মাওলানা আব্দুল মাবুদের পুত্র।
নিহতের চাচা রাশেদুল ইসলাম জানান, “শিশু মুহিতকে তার মা পুকুরে গোসল করিয়ে বাড়িতে নিয়ে আসেন। এরপর মা বাড়ির উঠোনে কাপড় শুকাতে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর মুহিতকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে প্রতিবেশী এক নারী বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান।”
পরবর্তীতে শিশুটিকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.