বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক মুহাম্মদ নুরুল হক, বাঁশখালীর সাবেক উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তাফা।
উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল। মজলিশে শূরার সভায় মনোনীত কমিটির অন্যান্যরা হলেন- নায়েবে আমীর মাষ্টার আব্দুর রহিম ছানুবী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ, মাষ্টার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট জি.এম.সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, বায়তুলমাল (অর্থ) সম্পাদক মাওলানা সোলাইমান, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, যুব সেক্রেটারি - মো খোরশেদ আলী চৌধুরী, পেশাজীবি সম্পাদক ব্যাংকার আবু সিদ্দিক, ওলামা মসজিদ মিশন সম্পাদক মাওলানা জাকের আহমদ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.