বাঁশখালীর সরল ইউপির বিতর্কিত সচিব হারুন রশীদের বদলী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক (বয়স্ক পুরুষ-মহিলা) থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নাম করে বড় অংকের টাকা নেওয়া, ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিম নিজের কাছে রেখে টাকা উত্তোলন, জেলেদের চাল বিতরণে অনিয়ম, ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিনমাসে কোনো মাসিক মিটিং না করে সাবেক চেয়ারম্যানের সীল, স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ প্রদানসহ নাগরিক সেবা প্রদানে আর্থিক অনৈতিক লেনদেনসহ নানা অভিযোগে বিতর্কিত সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদকে স্থানীয় সরকারের চট্টগ্রাম জেলা প্রশাসক এক আদেশে অবশেষে বদলি করেছে।

গত মঙ্গলবার (২১ জানুয়ারী) স্থানীয় সরকার চট্টগ্রাম জেলা প্রশাসকের উপপরিচালক মো. নোমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আগামী ২৬ জানুয়ারী তারিখে নতুন কর্মস্থল কাথরিয়া ইউনিয়নে যোগদানের নির্দেশ প্রদান করা হয়।

বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) মো. সেলিম সহ অপরাপর ইউপি সদস্যদের স্বাক্ষরিত চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর গত ১ ডিসেম্বর’২৪ ইংরেজী তারিখে সচিব হারুনুর রশিদের বিভিন্ন অনিয়মের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আগষ্ট মাসের ছাত্র আন্দোলনের পর থেকে সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী উপস্থিত না থাকায় ইউপি সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। বিভিন্ন সময়ে সচিব হারুনুর রশিদ প্রত্যেক ইউপি পুরুষ ও মহিলা সদস্যদের কাছ থেকে বয়স্ক ভাতা কার্ড এর নাম করে দশ থেকে বিশ হাজার টাকা করে আদায় করেছে। এমনকি আমি প্যানেল চেয়ারম্যান (১) থাকা সত্ত্বেও আমার কাছ থেকে ১২ হাজার টাকা এবং প্যানেল চেয়ারম্যান (২) মোহাম্মদ শাহেদ এর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে।

এমনকি ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিমগুলো সচিব হারুনুর রশিদ নীর্ঘদিন ধরে তার কাছে রেখে দিয়েছে। আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যান থাকা অবস্থায় জেলেদের চাউলের ডিউ আমার থেকে অনুমতি না নিয়ে তার নিজের নামে করে নেয়। ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিন মাস পর্যন্ত মাসিক কোন মিটিং না করে আগের চেয়ারম্যান রশিদ আহামদ চৌধুরীর স্বাক্ষর এবং সিলমোহর জালিয়াতি করে নানা অনিয়ম করে আসছিলেন।

অভিযোগে আরো বলা হয়, সচিব হারুনুর রশিদ বিগত ১৫ বছর যাবত অত্র ইউনিয়নের সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের নানাভাবে হয়রানি এবং ইউনিয়নের নাগরিক সেবায় অতিরিক্ত ফি আদায় করে আসছিল।

অভিযোগের বিষয়ে সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদ বলেন, ‘আমি সচিব হয়ে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে বয়স্কভাতার জন্য টাকা গ্রহণ করেছি বিষয়টি হাস্যকর। তিনি চেয়ারম্যান হয়ে আমাকে কেন টাকা দিবেন।ইজিপিপি শ্রমিকের সিম তো আগের চেয়ারম্যানের অধীনে ছিল। আমি শ্রমিকদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছি বিষয়টি সঠিক নয়। আমি নানাভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি বদলি আদেশ সম্পর্কে অবগত হয়েছি।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক নির্যাতন বন্ধে ১৪ দফা দাবি, দেশজুড়ে কলম বিরতি পালন

“বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে”বিএমএসএফ চেয়ারম্যানের হুঁশিয়ারি নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে দেশব্যাপী কলম বিরতি পালন করেছে

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  করা হয়েছে। ‘অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই শ্লোগানে

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

রোজার বাজারে অস্বস্তি’

ঠিকানা টিভি ডট প্রেস: রোজা শুরুর আগের দিন সোমবার (১১ মার্চ) রাজধানীর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকা। গত বছর

রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক সচেতন নাগরিকগণের অংশগ্রহণমূলক বৈঠকে একটি বৈষম্যমুক্ত নগর নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, খাবার বঞ্চিত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই