বাঁশখালীর সরল ইউপির বিতর্কিত সচিব হারুন রশীদের বদলী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক (বয়স্ক পুরুষ-মহিলা) থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নাম করে বড় অংকের টাকা নেওয়া, ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিম নিজের কাছে রেখে টাকা উত্তোলন, জেলেদের চাল বিতরণে অনিয়ম, ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিনমাসে কোনো মাসিক মিটিং না করে সাবেক চেয়ারম্যানের সীল, স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ প্রদানসহ নাগরিক সেবা প্রদানে আর্থিক অনৈতিক লেনদেনসহ নানা অভিযোগে বিতর্কিত সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদকে স্থানীয় সরকারের চট্টগ্রাম জেলা প্রশাসক এক আদেশে অবশেষে বদলি করেছে।

গত মঙ্গলবার (২১ জানুয়ারী) স্থানীয় সরকার চট্টগ্রাম জেলা প্রশাসকের উপপরিচালক মো. নোমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আগামী ২৬ জানুয়ারী তারিখে নতুন কর্মস্থল কাথরিয়া ইউনিয়নে যোগদানের নির্দেশ প্রদান করা হয়।

বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) মো. সেলিম সহ অপরাপর ইউপি সদস্যদের স্বাক্ষরিত চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর গত ১ ডিসেম্বর’২৪ ইংরেজী তারিখে সচিব হারুনুর রশিদের বিভিন্ন অনিয়মের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আগষ্ট মাসের ছাত্র আন্দোলনের পর থেকে সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী উপস্থিত না থাকায় ইউপি সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। বিভিন্ন সময়ে সচিব হারুনুর রশিদ প্রত্যেক ইউপি পুরুষ ও মহিলা সদস্যদের কাছ থেকে বয়স্ক ভাতা কার্ড এর নাম করে দশ থেকে বিশ হাজার টাকা করে আদায় করেছে। এমনকি আমি প্যানেল চেয়ারম্যান (১) থাকা সত্ত্বেও আমার কাছ থেকে ১২ হাজার টাকা এবং প্যানেল চেয়ারম্যান (২) মোহাম্মদ শাহেদ এর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে।

এমনকি ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিমগুলো সচিব হারুনুর রশিদ নীর্ঘদিন ধরে তার কাছে রেখে দিয়েছে। আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যান থাকা অবস্থায় জেলেদের চাউলের ডিউ আমার থেকে অনুমতি না নিয়ে তার নিজের নামে করে নেয়। ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিন মাস পর্যন্ত মাসিক কোন মিটিং না করে আগের চেয়ারম্যান রশিদ আহামদ চৌধুরীর স্বাক্ষর এবং সিলমোহর জালিয়াতি করে নানা অনিয়ম করে আসছিলেন।

অভিযোগে আরো বলা হয়, সচিব হারুনুর রশিদ বিগত ১৫ বছর যাবত অত্র ইউনিয়নের সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের নানাভাবে হয়রানি এবং ইউনিয়নের নাগরিক সেবায় অতিরিক্ত ফি আদায় করে আসছিল।

অভিযোগের বিষয়ে সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদ বলেন, ‘আমি সচিব হয়ে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে বয়স্কভাতার জন্য টাকা গ্রহণ করেছি বিষয়টি হাস্যকর। তিনি চেয়ারম্যান হয়ে আমাকে কেন টাকা দিবেন।ইজিপিপি শ্রমিকের সিম তো আগের চেয়ারম্যানের অধীনে ছিল। আমি শ্রমিকদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছি বিষয়টি সঠিক নয়। আমি নানাভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি বদলি আদেশ সম্পর্কে অবগত হয়েছি।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গরমে সুস্থ থাকতে লেবুর শরবত না কি ডাবেন পানি, কোনটি উপকারী?

ঠিকানা টিভি ডট প্রেস: অসহনীয় গরমের তীব্রতা বেড়েই চলছে। এ হাঁসফাঁস অবস্থায় বিপর্যস্ত জনজীবন। গরমে বাইরে বের হওয়াও মুশকিল। আবার অবিরত ঘাম ঝরা তো রয়েছেই।

আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মে’) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ

অবশেষে জামিনে মুক্ত হলেন মামুনুল হক 

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুক্তি পান তিনি।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার কে ভাই বলায় গ্রাহককে হয়রানি

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার কে ভাই বলে ডাক দেওয়ায় গ্রাহকের সাথে অসদাচরণ ও ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সেকেন্ড

এপিএসসির সহ-সভাপতি হলেন অধ্যাপক মহিবুল্লাহ

এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব কার্ডিওলজি (এপিএসসি) কংগ্রেসের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম মহিবুল্লাহ। মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের