বাঁশখালীর সরল ইউপির বিতর্কিত সচিব হারুন রশীদের বদলী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক (বয়স্ক পুরুষ-মহিলা) থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নাম করে বড় অংকের টাকা নেওয়া, ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিম নিজের কাছে রেখে টাকা উত্তোলন, জেলেদের চাল বিতরণে অনিয়ম, ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিনমাসে কোনো মাসিক মিটিং না করে সাবেক চেয়ারম্যানের সীল, স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ প্রদানসহ নাগরিক সেবা প্রদানে আর্থিক অনৈতিক লেনদেনসহ নানা অভিযোগে বিতর্কিত সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদকে স্থানীয় সরকারের চট্টগ্রাম জেলা প্রশাসক এক আদেশে অবশেষে বদলি করেছে।

গত মঙ্গলবার (২১ জানুয়ারী) স্থানীয় সরকার চট্টগ্রাম জেলা প্রশাসকের উপপরিচালক মো. নোমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আগামী ২৬ জানুয়ারী তারিখে নতুন কর্মস্থল কাথরিয়া ইউনিয়নে যোগদানের নির্দেশ প্রদান করা হয়।

বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) মো. সেলিম সহ অপরাপর ইউপি সদস্যদের স্বাক্ষরিত চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর গত ১ ডিসেম্বর’২৪ ইংরেজী তারিখে সচিব হারুনুর রশিদের বিভিন্ন অনিয়মের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আগষ্ট মাসের ছাত্র আন্দোলনের পর থেকে সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী উপস্থিত না থাকায় ইউপি সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। বিভিন্ন সময়ে সচিব হারুনুর রশিদ প্রত্যেক ইউপি পুরুষ ও মহিলা সদস্যদের কাছ থেকে বয়স্ক ভাতা কার্ড এর নাম করে দশ থেকে বিশ হাজার টাকা করে আদায় করেছে। এমনকি আমি প্যানেল চেয়ারম্যান (১) থাকা সত্ত্বেও আমার কাছ থেকে ১২ হাজার টাকা এবং প্যানেল চেয়ারম্যান (২) মোহাম্মদ শাহেদ এর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে।

এমনকি ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিমগুলো সচিব হারুনুর রশিদ নীর্ঘদিন ধরে তার কাছে রেখে দিয়েছে। আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যান থাকা অবস্থায় জেলেদের চাউলের ডিউ আমার থেকে অনুমতি না নিয়ে তার নিজের নামে করে নেয়। ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিন মাস পর্যন্ত মাসিক কোন মিটিং না করে আগের চেয়ারম্যান রশিদ আহামদ চৌধুরীর স্বাক্ষর এবং সিলমোহর জালিয়াতি করে নানা অনিয়ম করে আসছিলেন।

অভিযোগে আরো বলা হয়, সচিব হারুনুর রশিদ বিগত ১৫ বছর যাবত অত্র ইউনিয়নের সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের নানাভাবে হয়রানি এবং ইউনিয়নের নাগরিক সেবায় অতিরিক্ত ফি আদায় করে আসছিল।

অভিযোগের বিষয়ে সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদ বলেন, ‘আমি সচিব হয়ে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে বয়স্কভাতার জন্য টাকা গ্রহণ করেছি বিষয়টি হাস্যকর। তিনি চেয়ারম্যান হয়ে আমাকে কেন টাকা দিবেন।ইজিপিপি শ্রমিকের সিম তো আগের চেয়ারম্যানের অধীনে ছিল। আমি শ্রমিকদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছি বিষয়টি সঠিক নয়। আমি নানাভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি বদলি আদেশ সম্পর্কে অবগত হয়েছি।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। সোমবার

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও

এ টি এম আজহারের মুক্তিতে এনায়েতপুরে এতিমদের মাঝে জামায়াতের খাবার পরিবেশন ও শুকরানা মাহফিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম আপিল বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ডের আদেশ থেকে বেকসুর খালাস পাওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুরে এতিমদের মাঝে

উদ্বোধন হলো যমুনা রেল সেতু, সাড়ে তিন মিনিটে সেতু পার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ: যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন করা হয়েছে যা নিয়মিত ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত হলো। উদ্বোধন হলো যমুনা রেল

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম অনিয়মে জড়িত থাকায় স্ট্যান্ড বদলি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত