বাঁশখালীর সরল ইউপির বিতর্কিত সচিব হারুন রশীদের বদলী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক (বয়স্ক পুরুষ-মহিলা) থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নাম করে বড় অংকের টাকা নেওয়া, ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিম নিজের কাছে রেখে টাকা উত্তোলন, জেলেদের চাল বিতরণে অনিয়ম, ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিনমাসে কোনো মাসিক মিটিং না করে সাবেক চেয়ারম্যানের সীল, স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ প্রদানসহ নাগরিক সেবা প্রদানে আর্থিক অনৈতিক লেনদেনসহ নানা অভিযোগে বিতর্কিত সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদকে স্থানীয় সরকারের চট্টগ্রাম জেলা প্রশাসক এক আদেশে অবশেষে বদলি করেছে।

গত মঙ্গলবার (২১ জানুয়ারী) স্থানীয় সরকার চট্টগ্রাম জেলা প্রশাসকের উপপরিচালক মো. নোমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আগামী ২৬ জানুয়ারী তারিখে নতুন কর্মস্থল কাথরিয়া ইউনিয়নে যোগদানের নির্দেশ প্রদান করা হয়।

বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) মো. সেলিম সহ অপরাপর ইউপি সদস্যদের স্বাক্ষরিত চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর গত ১ ডিসেম্বর’২৪ ইংরেজী তারিখে সচিব হারুনুর রশিদের বিভিন্ন অনিয়মের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আগষ্ট মাসের ছাত্র আন্দোলনের পর থেকে সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী উপস্থিত না থাকায় ইউপি সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। বিভিন্ন সময়ে সচিব হারুনুর রশিদ প্রত্যেক ইউপি পুরুষ ও মহিলা সদস্যদের কাছ থেকে বয়স্ক ভাতা কার্ড এর নাম করে দশ থেকে বিশ হাজার টাকা করে আদায় করেছে। এমনকি আমি প্যানেল চেয়ারম্যান (১) থাকা সত্ত্বেও আমার কাছ থেকে ১২ হাজার টাকা এবং প্যানেল চেয়ারম্যান (২) মোহাম্মদ শাহেদ এর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে।

এমনকি ইজিপিপি শ্রমিকদের কর্মসূচীর টাকা উত্তোলনের সিমগুলো সচিব হারুনুর রশিদ নীর্ঘদিন ধরে তার কাছে রেখে দিয়েছে। আমি (মো. সেলিম) প্যানেল চেয়ারম্যান থাকা অবস্থায় জেলেদের চাউলের ডিউ আমার থেকে অনুমতি না নিয়ে তার নিজের নামে করে নেয়। ছাত্র আন্দোলনের পর থেকে বিগত তিন মাস পর্যন্ত মাসিক কোন মিটিং না করে আগের চেয়ারম্যান রশিদ আহামদ চৌধুরীর স্বাক্ষর এবং সিলমোহর জালিয়াতি করে নানা অনিয়ম করে আসছিলেন।

অভিযোগে আরো বলা হয়, সচিব হারুনুর রশিদ বিগত ১৫ বছর যাবত অত্র ইউনিয়নের সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের নানাভাবে হয়রানি এবং ইউনিয়নের নাগরিক সেবায় অতিরিক্ত ফি আদায় করে আসছিল।

অভিযোগের বিষয়ে সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদ বলেন, ‘আমি সচিব হয়ে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে বয়স্কভাতার জন্য টাকা গ্রহণ করেছি বিষয়টি হাস্যকর। তিনি চেয়ারম্যান হয়ে আমাকে কেন টাকা দিবেন।ইজিপিপি শ্রমিকের সিম তো আগের চেয়ারম্যানের অধীনে ছিল। আমি শ্রমিকদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছি বিষয়টি সঠিক নয়। আমি নানাভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি বদলি আদেশ সম্পর্কে অবগত হয়েছি।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জোট ভেঙে পড়লো ইউটিজে, সংকটে নেতানিয়াহু সরকার

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে রাজনৈতিক সংকটে পড়েছেন। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে ইহুদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)।

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে

মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আকালু মোল্লা (৬২) নামের একজন বৃদ্ধকে গ্রেফতার করা

মিটার না দেখেই বিল বানিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস!

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কুয়াকাটা জোনের ধুলাসার ইউনিয়নের কাউয়ারচরে বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, গত তিন মাস ধরে মিটার রিডিং

বাজেট ২০২৫-২৬: সাংবাদিকদের প্রশিক্ষণ, সুরক্ষা ও চিকিৎসায় বরাদ্দ চাইলেন আহমেদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা