বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে নুসাইবা (২) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাশেদ নুরী।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু নুসাইবা ওই এলাকার মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ডের আম্বিয়া বাপের বাড়ির মো. মহিব্বুল্লাহর কন্যা শিশু।
পরিবার সূত্রে জানা যায়, 'শিশু নুসাইবা বাড়ির পাশের পুকুরে সবার অগোচরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.