শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ও পরোয়ানাভূক্ত আসামী জলদস্যু আতাউর করিম প্রকাশ জ্যাকর (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামী আতাউর করিম উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা লালি বাপের বাড়ীর আব্দুল আউয়াল এর ছেলে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় গোপন সংবাদে খবর পেয়ে গন্ডামারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) কামরুল হাসান কায়কোবাদ।
পুলিশ সূত্রে জানা যায়, 'বাঁশখালী থানায় আতাউর করিমের বিরোদ্ধে জলদস্যুতাসহ তিনটি মামলা রয়েছে।সে একটিতে এক বছরের সাজা প্রাপ্ত ও দু'টিতে পরোয়ানাভূক্ত পলাতক আসামী।'
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'গোপন সংবাদে খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গন্ডামারা এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'