বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন জারি করা হয়।
এতে আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরীকে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সৈয়দ আমির মোহাম্মদ নবাব। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ বশির আহমদ। আর প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক মাস্টার ওবাইদুল্লাহ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া, ৬৫ (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে।