বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ১৪ শত কেজী ওজনের ওই এ্যাংগেলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানা যায়।
মঙ্গলবার দিবাগত রাত (২২ জানুয়ারী) ৪টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা হতে চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার করেছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মজনু মিয়া সহ তার সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, 'উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা চৌধুরীঘাট লোহার ব্রিজের পরিত্যক্ত লোহার ১০টি এ্যাংগেল চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা হতে চোরাইকৃত লোহার পরিত্যাক্ত এ্যাংগেল উদ্ধার পূর্বক আনোয়ার কবির নামে একজনকে গ্রেফতার করা হয়।'
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'চোরাইকৃত ৭৫ হাজার টাকা মূল্যমানের পরিত্যাক্ত লোহার এ্যাংগেল উদ্ধার পূর্বক চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদে অপরাপর পলাতক আসামীর নাম প্রকাশ করে। আসামীদের বিরোদ্ধে থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।'