শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় ব্যাটারী বিস্ফোরিত হয়ে ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হয়। এ ঘটনায় পশ্চিম বড়ঘোনার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের পুত্র ওই ফিশিং বোটের মালিক মো. জসীম উদ্দিন কোম্পানী (৪০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জসীম কোম্পানীর মেঝ ছেলে মো. আকাশ। তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধিন অবস্থায় আজ সকাল ৬টার দিকে আমার পিতার মৃত্যু ঘটে।
একই ঘটনায় ওই এলাকার আব্দুস ছবুরের পুত্র মো. তৌহিদ (২৩) গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর দু'জন মো. রফিক ও মো. ইউনুছ চিকিৎসাধিন আছেন বলে জানা যায়।
উল্লেখ্য, ফিশিং বোটটির ব্যাটারি চার্জিংয়ের সময় ব্যাটারি বিস্ফোরিত হয়ে রোববার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকার খাটখালী এস. আলম জেটিঘাটের পূর্বপাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোটে থাকা তেল, পিঁয়াজসহ বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.