বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গঠিত 'প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন' এর উদ্যোগে এইচ.এস.সি ও আলিম সমমনা পরিক্ষায় উর্ত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার (২ নভেম্বর) সকালে সরল ইউনিয়নের কাননগোখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়।
সংগঠনের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস.এম আনিছুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র প্রকৌশলী শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র এপিপি অ্যাডভোকেট লায়ন মো. নাসির উদ্দিন, গারাংগিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর জুনায়েদ আহমেদ, বাংলাদেশ বিতার্কিক বোর্ডের সাবেক সভাপতি এডভোকেট ইমরানুল হক, বাঁশখালী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও সমাজকর্মী সাংবাদিক শিব্বির আহমেদ রানা, বাংলাদেশ ব্র্যাক ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষাবিদ প্রকৌশলী মোসলেহ উদ্দিন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আজম উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, 'দেশের ক্রান্তিলগ্নে প্রবাসীরা অগ্রণি ভূমিকা পালন করে। রাষ্ট্র কর্তৃক প্রবাসী ভাইদের বিশেষ সম্মান দেওয়া উচিত। তারা দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা প্রদানে ভূয়সী প্রসংশা করেন অতিথিরা।
এ সময় উপজেলার সরল ইউনিয়নে ২০২৪ সালে এইচ.এস.সি ও আলিম সমমনা পরিক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ অর্ধশত শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান, বই উপহার এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.