বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করার পর লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসেন বলে জানান থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার ৭ নম্বর ওয়ার্ডের গোলাপজানি বাপের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোজাহের আহমদ একই এলাকার পাশ্ববর্তী দরাফ আলী সিকদার বাড়ির মো. শেয়ার আলীর পূত্র।
নিহতের পরিবার খবর পেয়ে ছুটে গেলে দেখতে পায় লাশ পুকুরে ফেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে পুকুর থেকে লাশ তুলে পুলিশকে খবর দেয় তারা।
নিহত মোজাহের আহমদ এর ছোট ভাই মো. জহিরুল ইসলাম বলেন, 'বিগত কয়েকমাস আগে আমার বড় নিহত মোজাহের আহমদের পুত্র শাকিলকে মারধর করে একই এলাকার আলী আকবরের ছেলে মো. দেলোয়ার। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। পরে ক্ষিপ্ত হয়ে চলতি বছরের মে মাসের ৯ তারিখ আমাদের বসতঘরে অগ্নিসংযোগ ঘটিয়ে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় আমার ভাই বাদি হয়ে মো. সায়মন, মো. আকবর, আব্দুর রহমান, মো. দেলোয়ার, মো. নাছির সহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাত রেখে বাঁশখালী থানায় এজহার দায়ের করেন।
তিনি আরও জানান, 'ওই মামলার এজহার নামীয় আসামী মো. সায়মন (৩৫), আব্দুর রহমান (৩৫) ও মো. নাছির (৪০) কে আটক করে বাঁশখালী থানা পুলিশ তাদের কে জেলহাজতে প্রেরণ করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উক্ত মামলায় আমি ও আমার বড় ভাই মোজাহের হাজিরা দিই। পরে আমার ভাই মোজাহের তার নিজ বাড়িতে চলে যায়। আমি জলদীর বাসায় থেকে যাই। আমার বড় ভাই বাড়িতে চলে যাওয়ার সময় আমাদের বাড়ির অল্প দক্ষিণ পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন ভাইকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আটকে রেখে হাতুড়ি দিয়ে উপর্যপুরি মাথায় গুরুতর জখম করে হত্যা করে তাদের বাড়ির পুকুরে ফেলে চলে যায়। আমার ভাইকে নির্মমভাবে হত্যার বিচার চাই।'
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.