বাঁশখালীতে পরকিয়ার জেরে অগ্নিকান্ড: ১২ বসতঘর পুড়ে ছাই, আহত ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডে ১২ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ইছমাইলের স্ত্রী সালেহা বেগম আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি টিম পৌঁছালেও ততক্ষণে সব পুড়ে যায় বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বাবুল কে ধরে পুলিশে দেয়। বাঁশখালী পুলিশ বুধবার সকালে এসে তাকে ধরে নিয়ে যায়।’

উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার রাত ৩টা ২০ মিনিটের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিৎ করেছেন চাম্বল ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ।

ক্ষতিগ্রস্থ পরিবারের একজন মুহাম্মদ ইসহাক জানান, ‘আমি খবর নিয়ে দেখেছি, স্থানীয় হারুনের পুত্র বাবুলের সাথে পার্শ্ববর্তী করিমের স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক ছিল। পরকিয়ার জেরে ঝগড়ার একপর্যায়ে বাবুল করিমের ঘরে অগ্নিসংযোগ ঘটায়। এর আগের দিন দুপুরে প্রকাশ্যে অগ্নিকান্ড ঘটানোর চেষ্টা করলে লোকজনের সহায়তায় তাকে নিয়ন্ত্রণ করা হলেও গত রাতে ওই যুবক অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে মুহুর্তেই আগুন অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ে।’

এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন একই এলাকার মৃত লেদু মিয়ার পুত্র মুহাম্মদ মিয়া, মুহাম্মদ এহছান, মৃত সিরাজ মিয়ার পুত্র মুহাম্মদ কালু, মৃত নবাব আলীর পুত্র মুহাম্মদ জাহাঙ্গির, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ ইসহাক, মৃত কালু মিয়ার পুত্র মুহাম্মদ করিম, মৃত ইসলাম মিয়ার পুত্র মুহাম্মদ জামাল, মুহাম্মদ কবির, আবদু ছত্তার, আবদু ছবুর, মৃত আবদুল্লাহর পুত্র মুহাম্মদ হারুন।

প্যানেল চেয়ারম্যান শহিদ উল্লাহ বলেন, ‘বাবুলের সাথে স্থানীয় করিমের স্ত্রীর পরকিয়ার বিষয়ে আমাকে জানানো হয়েছে। এ ছেলেটি স্থানীয় আরো কয়েকজন যুবতির সাথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বলে জানতে পারি। এ সংক্রান্তে একটি সালিশ বিচারের কথা থাকলেও শুনলাম, গতরাতে ওই ছেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।’

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আমাদের আলাদা দু’টি টিম অগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুকনী বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন

কড়া প্রতিক্রিয়া দেখাবে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী আদেশে গতকাল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ আদেশে তীব্র প্রতিক্রিয়া দেখাবে না দলটি। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জামায়াত

এবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত’ ৫

ঠিকানা টিভি ডট প্রেস: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল’) রাত ১১টা থেকে সাড়ে

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারাদেশের সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)।

সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের

ছাগলকাণ্ডে এনবিআর থেকে সরিয়ে দেয়া হলো মতিউরকে

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ