বাঁশখালীতে পরকিয়ার জেরে অগ্নিকান্ড: ১২ বসতঘর পুড়ে ছাই, আহত ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডে ১২ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ইছমাইলের স্ত্রী সালেহা বেগম আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি টিম পৌঁছালেও ততক্ষণে সব পুড়ে যায় বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বাবুল কে ধরে পুলিশে দেয়। বাঁশখালী পুলিশ বুধবার সকালে এসে তাকে ধরে নিয়ে যায়।’

উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার রাত ৩টা ২০ মিনিটের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিৎ করেছেন চাম্বল ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ।

ক্ষতিগ্রস্থ পরিবারের একজন মুহাম্মদ ইসহাক জানান, ‘আমি খবর নিয়ে দেখেছি, স্থানীয় হারুনের পুত্র বাবুলের সাথে পার্শ্ববর্তী করিমের স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক ছিল। পরকিয়ার জেরে ঝগড়ার একপর্যায়ে বাবুল করিমের ঘরে অগ্নিসংযোগ ঘটায়। এর আগের দিন দুপুরে প্রকাশ্যে অগ্নিকান্ড ঘটানোর চেষ্টা করলে লোকজনের সহায়তায় তাকে নিয়ন্ত্রণ করা হলেও গত রাতে ওই যুবক অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে মুহুর্তেই আগুন অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ে।’

এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন একই এলাকার মৃত লেদু মিয়ার পুত্র মুহাম্মদ মিয়া, মুহাম্মদ এহছান, মৃত সিরাজ মিয়ার পুত্র মুহাম্মদ কালু, মৃত নবাব আলীর পুত্র মুহাম্মদ জাহাঙ্গির, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ ইসহাক, মৃত কালু মিয়ার পুত্র মুহাম্মদ করিম, মৃত ইসলাম মিয়ার পুত্র মুহাম্মদ জামাল, মুহাম্মদ কবির, আবদু ছত্তার, আবদু ছবুর, মৃত আবদুল্লাহর পুত্র মুহাম্মদ হারুন।

প্যানেল চেয়ারম্যান শহিদ উল্লাহ বলেন, ‘বাবুলের সাথে স্থানীয় করিমের স্ত্রীর পরকিয়ার বিষয়ে আমাকে জানানো হয়েছে। এ ছেলেটি স্থানীয় আরো কয়েকজন যুবতির সাথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বলে জানতে পারি। এ সংক্রান্তে একটি সালিশ বিচারের কথা থাকলেও শুনলাম, গতরাতে ওই ছেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।’

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আমাদের আলাদা দু’টি টিম অগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: গত জুলাই-আগস্টে বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

গরুর ট্রাক ধাওয়া করে থামাতে গিয়ে ছাত্রলীগ কর্মী নিহত’

নিজস্ব প্রতিবেদক: গরুবোঝাই ট্রাক থামাতে গিয়ে ট্রাক থেকে পড়ে মেহেদী হাসান মিম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি’) রাত ১০টায় বগুড়ার

‘আর্জেন্টিনার ক্লাবের বিরুদ্ধে বেতন না পাওয়ার অভিযোগ জামালের’

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মাঠে গড়ালেও উচ্ছ্বাস-উন্মাদনায় লড়াই চলে এই দুই দলের দর্শকদের মাঝে। সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও এই ফুটবল উন্মাদনা কম নয়।

সাত কলেজ শিক্ষার্থীদের রাজপথে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে বের হয়ে আসা সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন

ঢাকার হোটেলে অগ্নিকান্ডে নিহত যশোরের রকি’র বাড়িতে শোকের মাতম

জেমস আব্দুর রহিম রানা: যশোরের কামরুল হাসান রকি লেখাপড়া করতে যান ঢাকায়। পড়াশোনার পাশাপাশি চাকরি করে মেটাতে চেয়েছিলেন খরচ-খরচা। চাকরি নিয়েছিলেন কাচ্চি ভাই রেস্টুরেন্টে হিসাব

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থার মেয়াদ বাড়ল

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে আপাতত স্থিতাবস্থাই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। দেনা-পাওনা