বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ গোপন সংবাদে খবর পেয়ে চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের অপরাধে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একবছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বালুপূর্ণ ড্রেজারটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন- নোয়াখালীর হাতিয়ার মো. ইলিয়াছ(৫৫), মো. আবু তাহের এবং ভোলার চরফ্যাশনের মো:জসিম (৪৫)।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, সংশোধিত ২০২৩ অনুযায়ী অভিযুক্ত তিনজনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসাথে বালুপূর্ণ ড্রেজার বোটটিও জব্দ করা হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.